ETV Bharat / sports

ICC World Cup 2023: চাপ অনুভব না-করার অর্থ খেলোয়াড়রা সচেতন নন, মত সুরিন্দর খান্নার

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 2:53 PM IST

Surinder Khanna on India Team: বিশ্বকাপ সেমিফাইনালের চাপ অনুভুতি না-করার অর্থ, সেই ক্রিকেটার ম্যাচ নিয়ে একেবার সচেতন নন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার সুরিন্দর খান্না ৷ ইটিভি ভারতের রাকেশ ত্রিপাঠীকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 15 নভেম্বর: আজকের সেমিফাইনালে সেই দলই এগিয়ে থাকবে, যাঁরা ম্যাচে নিজেদের স্নায়ুর চাপ বজায় রাখতে পারবেন ৷ এমনটাই মত প্রাক্তন উইকেট-কিপার ব্যাটার সুরিন্দর খান্নার ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড ৷ এই ম্যাচের আগে ইটিভি ভারতকে ম্যাচ পরিস্থিতি, টস ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একান্ত সাক্ষাৎকার দিলেন তিনি ৷

ওয়াংখেড়ে মেগা-দ্বৈরথ নিয়ে সুরিন্দর বলেন, ‘‘নিউজিল্যান্ড শেষ দু’টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৷ আর দুই দলের বর্তমান ফর্ম দেখলে ভারত অবশ্যই অনেকটাই এগিয়ে রয়েছে ৷ লিগে ভারত সব ম্যাচে অসাধারণ পারফর্ম্যান্স করে অনায়াসে ম্যাত জিতেছে ৷ তবে, এটা নক-আউট ম্যাচ ৷ এখানে ম্যাচের দিন ভারত কেমন পারর্ফম করছে, তার উপর সবটা নির্ভর করবে ৷ আজকের আগে যা হয়েছে, পুরোটাই রেকর্ড বুকে চলে গিয়েছে ৷ বুধবার বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট পাব আমরা ৷ আমার মতে এই ম্যাচে ভারত ফেভারিট ৷

তবে, অতীতে ভারত নক-আউটে চাপের মুখে ভেঙে পড়েছে ৷ যা নিয়ে প্রাক্তন ভারতীয় উইকেট-কিপারের বক্তব্য, ‘‘এখানেও চাপ থাকবে ৷ এটা কখনই বলা ঠিক নয় যে, নক-আউট পর্বে বেশি হয়েছে ৷ আর লিগের ম্যাচে তার থেকে কম ৷ দেশের হয়ে খেললে সবসময় একটা চাপ থাকবে ৷ যদি কোনও ক্রিকেটার সেই চাপটা অনুভব না করেন, তাহলে আমি বলব সেই খেলোয়াড় ম্যাচ নিয়ে সচেতন নন ৷ আমি একবার অলিম্পিকে 100 মিটারে সোনা জয়ী রেসারের সঙ্গে কথা বলছিলাম ৷ তিনি অলিম্পিকসে তিনটি সোনা জিতেছেন ৷ তাও ম্যাচের আগে তাঁকে বলতে শুনেছি, 'আমি জানি না আজকে কী হবে ?'

তবে, বিরাট এবং রোহিত শর্মার খেলায় মুগ্ধ সুরিন্দর খান্না ৷ তিনি বলেন, ‘‘একবার বিরাট এবং রোহিতে দিকে দেখুন ৷ ওরা আমাদের এটা অনুভব করিয়েছেন যে, ব্যাটিংটা কত সহজ ৷ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও প্রচুর পরিশ্রম করেন ৷ আর সেই পরিশ্রম সময়ের সঙ্গে তাঁদের সাফল্য হয়ে কথা বলে ৷ অবশ্যই আমাদের ক্রিকেটাররা প্রচারের আলোয় আসতে পেরেছেন এবং ব্ল্যাকক্যাপ শিবির তা পারেনি ৷ তা সত্ত্বেও, তাঁদের কঠোর পরিশ্রম বাকিদের থেকে কম নয় ৷ আর উইলিয়ামসন একজন শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটার ৷ যিনি পরিকল্পনা করে খেলেন ৷ বেশি কথা বলতে পছন্দ করেন না ৷ কিন্তু, মাঠে তাঁর কাজ কথা বলে ৷’’

আরও পড়ুন:

সেমিফাইনালের মহাদ্বৈরথে টস জিতে ব্যাটিং ভারতের

পিচ পরীক্ষা করলেন কামিন্স, প্র্যাকটিস শেষে হাসপাতালে ছুটলেন ম্যাক্সওয়েল!

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার ভারতীয় দলই, বলছেন আজহার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.