ETV Bharat / sports

ICC World Cup 2023: 'কখনও সচিন হতে পারব না', ছেলেবেলার হিরোর সর্বকালীন নজির ছুঁয়েও মাটিতে পা বিরাটের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:55 PM IST

Updated : Nov 6, 2023, 6:38 AM IST

যতদিন বাঁচবেন, মাস্টার-ব্লাস্টারের ব্যাটিং মায়াজালে বুঁদ হয়ে থাকবেন বিরাট কোহলি ৷ ছেলেবেলার হিরোর 49টি ওডিআই শতরানের রেকর্ড ছুঁয়ে ক্রিকেটবিশ্বকে সে কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ বিরাট বললেন, "কখনও সচিন হতে পারব না ৷"

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 5 নভেম্বর: আজ নজির স্পর্শ করলেন, ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের নিরিখে কাল হয়ত টপকে যাবেন সচিন তেন্ডুলকরকে ৷ কিন্তু যতদিন বাঁচবেন, মাস্টার-ব্লাস্টারের ব্যাটিং মায়াজালে বুঁদ হয়ে থাকবেন বিরাট কোহলি ৷ ছেলেবেলার হিরোর 49টি ওডিআই শতরানের রেকর্ড ছুঁয়ে ক্রিকেটবিশ্বকে সে কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ বিরাট জানালেন, বাইশ গজে যাই করে ফেলুন না কেন; কোনওদিনই সচিন হতে পারবেন না তিনি ৷

ঘটনাচক্রে রবিবার ছিল বিরাট কোহলির 35তম জন্মদিন ৷ আর আবির্ভাব দিবসে কলকাতার দর্শককে যে রিটার্ন গিফট দিলেন 'রানমেশিন', তা বহুদিন যত্নে লালন করবেন ইডেনে উপস্থিত ক্রিকেটজনতা ৷ ছেলেবেলার নায়কের সর্বকালীন নজির স্পর্শ করার এর চেয়ে ভালো পটভূমি আর হয়তো পেতেন না বিরাট ৷ সুযোগ কাজে লাগিয়ে ওডিআই ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকানোর মাঠেই পূর্ণ করলেন 49তম সেঞ্চুরি ৷ তাও আবার মাত্র 277 ইনিংস খেলে ৷ সবমিলিয়ে 79তম সেঞ্চুরিটি এল তাঁর ঝুলিতে ৷

সচিনের 'বিরাট' নজির স্পর্শের পর ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোহলি বলেন, "যাকে হিরোর আসনে বসিয়েছি তাঁর নজির স্পর্শ করা আমার কাছে স্পেশাল ৷ তবে ব্যাটিংয়ের প্রসঙ্গ এলে পারফেকশন তিনিই (সচিন তেন্ডুলকর) ৷ আমি কখনও তাঁর মতো হতে পারব না ৷" মুম্বইকরের প্রতি তাঁর শ্রদ্ধা, গুণমুগ্ধতার শেষ এখানেই নয় ৷ দিল্লি ক্রিকেটার আরও বলেন, "আমি জানি কোথা থেকে আমার উত্থান ৷ ফলত এই মুহূর্তটা আমার জন্য ভীষণই আবেগের ৷ আমার মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন আমি ওনাকে (সচিন তেন্ডুলকর) টিভিতে দেখতাম ৷ তাই আজ ওনার বাহবা আমার কাছে অনেক বড় পাওনা ৷"

ICC World Cup 2023
সিএবি সভাপতির সঙ্গে বিরাট

আরও পড়ুন: বিরাটের 49তম শতরানে আপ্লুত সচিন, শীঘ্রই তাঁর নজির ভাঙার আহ্বান

পালটা বিরাটের ব্যাটিংয়ের গুণগ্রাহী সচিনও এদিন তাঁর নজিরে থাবা বসার পর চুপ থাকেননি ৷ অনুজকে শীঘ্রই তাঁর রেকর্ড ভাঙার আহ্বান করে এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানান ৷ বিরাটের 121 বলে অপরাজিত 101 রানের সৌজন্যে ক্রিকেটের নন্দনকাননে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে 326 রান তোলে ভারত ৷ প্রত্যুত্তরে রবীন্দ্র জাদেজার স্পিনের জালে ফেঁসে একশোর আগেই গুটিয়ে যায় প্রোটিয়ারা ৷ 27.1 ওভারে 83 রানে গুটিয়ে যায় তাঁরা ৷ ওয়ান-ডে কেরিয়ারে প্রথমবার একটি ম্যাচে 5 উইকেট আসে জাদেজার ঝুলিতে ৷ সবমিলিয়ে আটে আট করে শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত হল রোহিত অ্যান্ড কোম্পানির ৷

Last Updated :Nov 6, 2023, 6:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.