ETV Bharat / sports

ICC World Cup 2023: পাকিস্তানের দুঃস্বপ্ন ফিরল চিন্নস্বামীতে! রাচিন-উইলিয়ামসনের তাণ্ডবে বিধ্বস্ত বাবররা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 3:58 PM IST

বেঙ্গালুরুতে কঠিন টার্গেটের মুখে পাকিস্তান ৷ রাচিন রবীন্দ্র-কেন উইলিয়ামসনদের ব্যাটিং তাণ্ডবে বাবর অ্যান্ড কোম্পানির জন্য 402 রানের বিশাল টার্গেট রাখল কিউয়িরা ৷

Pic Twitter
উইলিয়ামসনের তাণ্ডবে বিধ্বস্ব পাকিস্তান

বেঙ্গালুরু, 4 নভেম্বর: বেঙ্গালুরুতে ফের একবার প্রতিপক্ষের ব্যাটিং তাণ্ডবে ছিন্নভিন্ন হল পাক বোলিং আক্রমণ ৷ এর আগে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 367 রান দিয়েছিলেন শাহিন আফ্রিদি-হ্যারিস রাউফরা ৷ বিপক্ষ দল বদলাল বটে তবে পাকিস্তানি বোলারদের জন্য আবারও দুঃস্বপ্নের নতুন অধ্যায় লেখা হল চিন্নস্বামী স্টেডিয়ামে ৷ 20 অক্টোবর অস্ট্রেলিয়ার শতরান করেছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার ৷ আর শনিবার জ্বলে ওঠেন রাচিন রবীন্দ্র ৷ দলে ফিরেই যোগ্যতার প্রমাণ দেন অধিনায়ক কেন উইলিয়ামসনও ৷ গত তিন ম্যাচে লাগাতার পরাজয়ের পর বেঙ্গালুরুতে ব্যাটিংয়ের ক্ষেত্রে অন্তত খুশির হাওয়া বইয়ে দেন কিউয়ি ব্যাটাররা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাকিস্তানের সামনে জয়ের জন্য রয়েছে 402 রানের কঠিন টার্গেট ৷ প্রথম থেকেই এদিন ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই কিউয়ি ওপেনার ৷ ডেভন কনওয়ে 35 রানে ড্রেসিংরুমে ফিরলেও রাচিনকে দেখা গেল নিজস্ব ছন্দে ৷ চলতি বিশ্বকাপের এই বিস্ময় তরুণ তাঁর তৃতীয় শতরানটিও করেন মারমুখী মেজাজে ৷ মাত্র 94 বলে 108 রানের ইনিংসটি সাজান 15টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি দিয়ে ৷

চোট সারিয়ে দলে ফিরে দলের নেতৃত্বভার গ্রহণ করাটা সহজ ছিল না কেনের কাছে ৷ অসাধারণভাবে বিশ্বকাপের সফর আরম্ভ করে দল যখন পরপর তিনটি ম্যাচ হেরে যায় তখন যে কোনও অধিনায়কের পক্ষেই দলকে উজ্জীবিত করাটা যথেষ্ট কঠিন ৷ কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেন উইলিয়ামসন ৷ 79 বলে করেন 95 রান ৷ সাধারণ কেনের মতো ব্যাটার এমন মেজাজে কমই দেখা যায় ৷ 10টি বাউন্ডারির পাশাপাশি তাঁর ইনিংসে ছিল দু'টি বিশাল ছক্কাও ৷

আরও পড়ুন: বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি, ফ্লেমিং-স্টাইরিশদের টপকে ইতিহাসে রবীন্দ্র

পাক বোলাররা তেমন উল্লেখ্য কোনও স্পেল উপহার দিতে পারেননি বেঙ্গালুরুতে ৷ বিশেষত, 10 ওভারে শাহিনই খরচ করলেন 90 রান ৷ পাকিস্তানি বোলারের মধ্যে সর্বাধিক 3 উইকেট শিকার করেন মহম্মদ ওয়াসিম জুনিয়র ৷ একটি করে উইকেট পান ইফতিকার আহমেদ, হ্যারিস রাউফ এবং হাসান আলি ৷ 6 উইকেট হারিয়ে চিন্নস্বামীতে কিউয়ি বাহিনীর সংগ্রহ 401 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.