ETV Bharat / sports

ICC World Cup 2023: হিটম্যানের ‘বিরাট’ ইনিংসে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক ভারতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 1:36 PM IST

Updated : Oct 14, 2023, 8:39 PM IST

IND vs PAK Live
মোতেরায় ভারত-পাক মহারণ

20:08 October 14

রোহিত গুরুনাথ শর্মা! অন্যরা নন, হিটম্যানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই ৷ গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি এসেছিল হিটম্যানের ব্যাটে ৷ এবার প্রথম ম্যাচে শূন্য রানে ক্রিজ ছেড়েছিলেন ৷ পরের ম্যাচ থেকেই নিজের পয়া ব্যাটটা যেন খুঁজে পেয়েছেন শর্মাজি ৷ অধিনায়কের 63 বলে 86 রানের ইনিংসের সুবাদেই বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জয় পেল ভারত ৷ 192 রানের আপাত সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছিলেন শুভমন গিল ৷ ‘বিরাট’ ইনিংস গড়তে পারেননি কোহলিও ৷ যদিও রোহিতের ইনিংসে খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল দলের ইনিংস ৷ চার নম্বরে নেমে যোগ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার ৷ দুই ব্যাটারের দৌলতে 117 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ভারত ৷

  • 7 উইকেটে পাক ‘বধ’ ভারতের ৷

19:37 October 14

  • আউট রোহিত ৷ 63 বলে 86 রান করে ক্রিজ ছাড়লেন হিটম্যান ৷

18:57 October 14

  • অর্ধ-শতরান রোহিতের ৷ 37 বলে হাফ-সেঞ্চুরি মুম্বইকরের ৷

18:56 October 14

  • 300 ছক্কার ক্লাবে হিটম্যান ৷

18:46 October 14

  • আউট বিরাট ৷ হাসান আলির বলে রানমেশিনকে তালুবন্দি করলেন মহম্মদ নওয়াজ ৷ ক্রিজে রয়েছেন রোহিত-শ্রেয়স ৷

18:24 October 14

  • 7 ওভার পেরনোর আগেই 50 পেরল ভারতের রান ৷

18:12 October 14

  • সুস্থ হয়ে মাঠে নামার পর দাগ কাটতে ব্যর্থ গিল ৷ শুভমনকে তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি ৷

17:59 October 14

  • চার মেরে ইনিংস শুরু রোহিতের ৷ প্রথম ওভারে উঠল 10 রান ৷

17:23 October 14

  • 191 রানে অল-আউট পাকিস্তান ৷ মেগা ম্যাচ জিততে ভারতের লক্ষ্য 192 রান ৷

16:53 October 14

  • নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধুঁকছে পাকিস্তান ৷ হার্দিকের বলে ফিরলেন নওয়াজ ৷

16:49 October 14

  • এবার আউট শাদাব খান ৷ পাক তারকাকে ফেরালেন জসপ্রীত বুমরা ৷

16:43 October 14

  • কুলদীপের পর এবার বুমরা ৷ 49 রানের মাথায় রিজওয়ানের উইকেট ছিটকে দিলেন দলের বোলিং তারকা ৷

16:37 October 14

  • ফের কুলদীপ যাদবের ঘূর্ণিতে পরাস্ত পাক ব্যাটার ৷ ইফতিকার আহমেদকে তুলে নিলেন ‘মেন ইন ব্লু’র চায়নাম্যান ৷

16:33 October 14

  • কুলদীপ যাদবের ঘূর্ণিতে পরাস্ত সৌদ শাকিল ৷ সাজঘরে ফিরলেন পাকিস্তানের চার নম্বর ব্যাটার ৷

16:15 October 14

  • জ্বলে উঠলেন সিরাজ ৷ দুরন্ত বলে বোল্ড বাবর আজম ৷ অর্ধ-শতরান করে ফিরলেন পাক অধিনায়ক ৷

16:01 October 14

  • 25 ওভার শেষে পাকিস্তানের স্কোর 2 উইকেটে 125 ৷

15:35 October 14

  • কুড়ি ওভারের আগেই একশো পেরল পাকিস্তান ৷

15:25 October 14

  • পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ৷ ব্যক্তিগত 36 রানে ক্রিজ ছাড়লেন ইমাম-উল হক ৷ পাক ওপেনারকে তুলে নিলেন হার্দিক পান্ডিয়া ৷
  • বল হাতে হার্দিকের রান-আপের একটি ছবি ভাইরাল হয়েছে সোশালে ৷ সেখানে দেখা যায় বল হাতে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ নেটপাড়ার অনুরাগীদের দাবি এই দৃশ্য় নাকি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ৷ আর এই প্রার্থনার পর সেই মন্ত্রপূত বল ছুঁড়েই নাকি তিনি তুলে নিয়েছেন ইমাম-উল হকের উইকেট ৷

14:53 October 14

  • 10 ওভার শেষে পাকিস্তানের স্কোর 1 উইকেটে 50 ৷

14:41 October 14

ভারতে খেলার অভিজ্ঞতা নেই: 7 বছর পর আবার ভারতে পা রেখেছে পাকিস্তান দল ৷ শেষবার 2016 সালে শাহিদ আফ্রিদির নেতৃত্বে ভারতে এসেছিল তারা ৷ পাকিস্তান দলে মাত্র দু'জন খেলোয়াড় রয়েছেন যাদের ভারতে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ 15 সদস্যের এই দলে কেবলমাত্র মহম্মদ নওয়াজ এবং সলমন আলি আগা ছাড়া আর কেউই কখনও ভারত সফর করেননি ৷

14:32 October 14

  • পাকিস্তানের প্রথম উইকেটের পতন ৷ আউট আবদুল্লাহ শফিক ৷ পাক ওপেনারকে তুলে নিলেন মহম্মদ সিরাজ ৷

14:27 October 14

এগিয়ে কারা ?

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 134 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 56 বার ৷ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপকেই বেছে নিয়েছিল এশিয়ান জায়ান্টরা ৷ গ্রুপ পর্বে ‘মেন ইন ব্লু’র কঙ্কালসার চেহারা বেরিয়ে আসলেও নক-আউট পর্বে ‘বিরাট’ হুংকারে ম্যাচ বের করে নিয়েছিল ‘রোহিত অ্যান্ড কোং’ ৷

14:12 October 14

  • 5 ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে 23

14:11 October 14

  • শুরু হল খেলা ৷ প্রথম থেকেই আক্রমণাত্মক ইমাম-উল হক ও আবদুল্লাহ শফিক ৷

14:01 October 14

  • চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে ভারত ৷ প্রথম ম্যাচে জ্বলে উঠেছিল ভারতের বোলিং লাইন-আপ ৷ দ্বিতীয় ম্যাচে খেল দেখিয়েছে রোহিত-কোহলির চওড়া ব্যাট ৷ সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মা ৷ তিন অঙ্কের রানের খুব কাছে এসেও মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে ৷ ফলে দলের সমস্ত ডিপার্টমেন্টই পরীক্ষিত ৷
  • অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান ৷ দুরন্ত সেঞ্চুরি করেছেন মহম্মদ রিজওয়ান, তিন অঙ্কে পৌঁছেছিলেন দলের তরুণ ওপেনার আবদুল্লাই শফিকও ৷ যদিও সে অর্থে পরীক্ষার মুখে পড়েনি শাহিন শাহ আফ্রিদিরা ৷ শ্রীলঙ্কা ম্যাচে 4 উইকেট পেলেও আশা দেখাতে পারেননি হাসান আলিও ৷ ফলে মোতেরায় লড়াইটা ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং হলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷

14:00 October 14

  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান কোনও যুদ্ধের চেয়ে কম কিছু নয় ৷ ক্রিকেটের সবচেয়ে কুলীন টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয় নীল জার্সিধারীরা ৷ অন্যদিকে, সার্বিকভাবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান ৷

13:42 October 14

  • পাকিস্তান একাদশ: আবদল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ

13:41 October 14

  • ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

13:34 October 14

  • মোতেরায় টস জিতলেন রোহিত শর্মা ৷ মেগা ম্যাচে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ‘মেন ইন ব্লু’-এর দলনেতা ৷

11:45 October 14

  • মহারণ শুরুর আগে মিউজিক্যাল অ্যাটমোস্ফিয়ারে মোতেরায় বেজে গেল রণডঙ্কা
Last Updated :Oct 14, 2023, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.