ETV Bharat / sports

WTC Final 2023: ফাইনালের মঞ্চে অভিজ্ঞদের দায়িত্বজ্ঞানহীন নজির

author img

By

Published : Jun 11, 2023, 9:52 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় টপ-অর্ডারের ব্যাটিং বিভীষিকা যেন চোখে আঙুল দিয়ে হারের কারণ অন্যতম দেখিয়ে দিচ্ছে ৷ হতে পারে ব্যর্থ হয়েছেন বোলাররা ৷ কিন্তু, পিচে এমন কোনও জুজু ছিল না, যাতে মাত্র 296 রানে অল-আউট হয়ে যেতে হয় পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা দলের ব্যাটিং লাইন-আপকে ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

লন্ডন, 11 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের ব্যর্থ ভারতীয় টপ-অর্ডার ৷ শুধু ব্যর্থ বললেই হয়তো এর সঠিক ব্যাখ্যা কখনও সম্ভব নয় ৷ ব্যর্থতার পরিভাষা বদলে দিয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিরা ৷ একমাত্র অজিঙ্ক রাহানেকে বাদ দিয়ে ৷ ভারতের নাম-ভারী ব্যাটিং অর্ডারের কুৎসিত ব্যাটিং যেন আরও বেশি করে চোখে লাগল ব্রিটেনের মাঠে ৷ প্রথম ইনিংসে ওয়ান-ডে মোডের পর দ্বিতীয় ইনিংসে টি-20 মোডে ব্যাটিং করতে দেখা গেল টপ-অর্ডারকে ৷ যার খেসারত দিতে হল দলকে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম টস জিতে বোলিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ যেখানে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ও মিডল-অর্ডার সমানভাবে রান করেছে ৷ অবশ্যই ভারতীয় বোলারা তাঁদের রান করার সুযোগ করে দিয়েছেন বলেই ৷ কিন্তু, নিজেদের ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের মতো পরিপক্কতা একবারের জন্যও নজরে এল না রোহিতদের মধ্যে ৷ 469 রানের জবাবে শুরু থেকেই ফোর্থ গিয়ারে ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ পারলে প্রায় সব বল বাউন্ডারির বাইরে ফেলে দেন তাঁরা ৷ আর তেমনি দুই ওপেনারের অতি জঘন্য ডিফেন্স ৷

কিন্তু, কেন ? আইপিএল খেলে একমাত্র টেস্ট খেলতে আসা ভারতীয় ব্যাটাররা কি সত্যিই ডিফেন্স করা ভুলে গিয়েছেন ? কোন বল ছাড়তে হবে ? কোনও বলে ব্যাট বাড়াতে হবে ? তার কোনও কুলকিনারা খুঁজে পেলেন না রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ আর সেই গাফিলতির জেরেই একজন বোল্ড এবং একজন লেগ-বিফোর হন ৷ এমনকি চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিদেরও অবস্থা ছিল তথৈবচ ৷ পূজারা ছাড়তে গিয়েও ব্যাটের কানায় বল লাগিয়ে দেন ৷ বিরাট আবার বলের বাউন্সের সঙ্গে ব্যাট বাড়িয়ে দেন ৷ একমাত্র অজিঙ্ক রাহানেকে সেখানে কপিবুক টেস্ট ম্যাচ খেলতে দেখা যায় ৷

আরও পড়ুন: পঞ্চমদিনে 'তাসের ঘর' ভারতীয় ব্যাটিং, রোহিতদের 209 রানে হারিয়ে টেস্টে বিশ্বসেরা অজিরা

এ তো গেল প্রথম ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে 444 রানের বিশাল রান তাড়া করতে নেমে, আক্রমণাত্মক খেলাটা স্বাভাবিক ৷ তাই বলে ইনিংসের প্রথম বল থেকে আক্রমণে যাওয়া এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করা কোনও পরিস্থিতিতেই সমর্থন যোগ্য নয় ৷ শুভমন গিলের ক্যাচ বৈধ না অবৈধ ? সেটা তর্কের বিষয় ৷ কিন্তু, একজন টেস্ট ম্যাচ ওপেনার টি-20 স্টাইলে হার্ড-হ্যান্ডে বল ডিফেন্স করছেন ! ফলে বল ব্যাটের কানায় লেগে সহজে চতুর্থ স্লিপ পর্যন্ত পৌঁছেও যাচ্ছে ৷ রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসে নাথন লায়নের বলে লেগ-বিফর হন ৷ লায়নের প্রথম ওভারেই উইকেট লাইনে পড়া বলকে স্যুইপ খেলার কোনও যুক্তি টেস্ট ক্রিকেটে খাটে না ৷ এখানেও চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা ৷

আরও পড়ুন: ওভালে 'কেলেঙ্কারি'! গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশালে সরব খোদ শুভমন

এবার আসা যাক, চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ে ৷ ভারতীয় দলে একমাত্র ব্যাটার যাঁর ব্যাটিংয়ে সেই সনাতনী টেস্ট ব্যাটিংয়ের ছাপ রয়েছে ৷ চতুর্থদিনের তৃতীয় সেশনে তাঁকেও দেখা গেল প্যাট কামিন্সের বলে আপার-কাট খেলতে ৷ তাও আবার ঠিক আগের ওভারেই অধিনায়কের উইকেট হারিয়েছে দল ৷ সেখানে দায়িত্বজ্ঞানহীনতার দ্বিতীয় ছবি ৷ 93 রানে 3 উইকেট থেকে ভারতের ইনিংসকে টানেন বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে ৷ তাঁদের রক-সলিড ডিফেন্স ভারতের আশা জাগিয়ে দিয়েছিল ৷

আরও পড়ুন: শেষদিনে হাতে 7 উইকেট, আরও 280 রান করলেই খরা কাটবে ভারতের

কিন্তু, কোথায় কী ? শেষদিনের শুরুতেই চতুর্থ স্টাম্পের বলে কভার-ড্রাইভ মারতে গিয়ে তৃতীয় স্লিপে স্মিথের হাতে সহজ ক্যাচ দেন বিরাট ৷ স্কট বোল্যান্ডের পাতা ফাঁদে সহজে পা দেন বিশ্ব ক্রিকেটের মহান ব্যাটার ৷ দায়িত্বজ্ঞানহীন শট খেলেন তিনি ৷ রাহানে প্রথম ইনিংসে যতটা পরিপক্কতা দেখিয়েছিলেন, বিরাট কোহলি থাকাকালীন সেই পরিপক্কতা দ্বিতীয় ইনিংসেও ছিল ৷ বিরাট ফিরতেই রাহানের সেই ধৈর্যও শেষ হয়ে যায় ৷ অফ স্টাম্পের বাইরের বলে কাট মারতে গিয়ে উইকেট-কিপারের হাতে ক্যাচ দেন তিনি ৷ আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ভারতের সব আশা ৷ একটি করে ফাইনাল খেলা ৷ আর শেষ মুহূর্তে গণ-ব্যর্থতার কারণে খেতাব হাতছাড়া ৷ এটাই এখন ভারতীয় দলের দস্তুর হয়ে দাঁড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.