ETV Bharat / sports

WTC Final 2023: শেষদিনে হাতে 7 উইকেট, আরও 280 রান করলেই খরা কাটবে ভারতের

author img

By

Published : Jun 10, 2023, 7:09 PM IST

Updated : Jun 10, 2023, 10:59 PM IST

WTC Final
Etv Bharat

22:35 June 10

  • চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 164 । শেষদিনে জিততে গেলে 280 রান করতে হবে দ্রাবিড়ের ছেলেদের ।

22:15 June 10

  • দেড়শো পেরল ভারত । বিরাট ব্যাটে ভরসা যোগাচ্ছেন কোহলি । দোসর রাহানে ।

21:17 June 10

  • একশো পেরল ভারতের রান । ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে ।

21:08 June 10

WTC Final
জয়ের লক্ষ্য থেকে ক্রমশ দূরে সরছে ভারত
  • শিশুসুলভ শটে আউট পূজারা । প্যাট কামিন্সের বাউন্সারে ফিরলেন চেতেশ্বর । জয়ের লক্ষ্য থেকে ক্রমশ দূরে সরছে ভারত ।

21:03 June 10

  • বড় রান তাড়া করতে নেমে দ্বিতীয় ধাক্কা খেল ভারত । নাথান লায়নের দুরন্ত ডেলিভারিতে ফিরলেন রোহিত । 60 বলে 43 রানের ইনিংস গড়েন মুম্বইকর ।

19:48 June 10

  • চা পানের বিরতিতে ভারত 1 উইকেট হারিয়ে 41 । ক্রিজে রয়েছেন রোহিত শর্মা । বাইশ গজে ক্যাপ্টেনকে সঙ্গ দিতে সম্ভবত চেতেশ্বর পূজারা ।

19:43 June 10

WTC Final
মাঠ ভরিয়েছেন সমর্থকরা
  • রোহিতদের তাতাতে মাঠ ভরিয়েছেন সমর্থকরা ।

19:39 June 10

  • আউট শুভমন গিল । 18 বলে 18 রান করে ক্রিজ ছেড়েছেন পঞ্জাব-তনয় । আইপিএলে কমলা টুপির মালিক ওভালে ব্যর্থ । দুরন্ত ক্যাচে তাঁকে ফিরিয়েছেন ক্যামেরন গ্রিন ।

19:31 June 10

  • চতুর্থ ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেছে ভারত ৷ ওভালের পিচে বল দ্রুত ব্যাটে আসছে । 7 ওভারের শেষে ভারত বিনা উইকেটে 41 রান করেছে । বাইশ গজে অসম বাউন্সেরও কোনও লক্ষণ নেই ।

19:20 June 10

  • শুরুতেই চালিয়ে খেলছেন রোহিত শর্মা ও শুভমন গিল ৷

15:19 June 10

ট্রফি খরা কাটাতে শেষ ইনিংসে 444 রান করতে হবে ভারতকে ।

  • তৃতীয় ইনিংসের শুরু থেকে ধুঁকলেও শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 270 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে অজিরা ৷ ফলে ট্রফি খরা কাটাতে শেষ ইনিংসে 444 রান করতে হবে 'রোহিত অ্যান্ড কোং'কে ।
Last Updated : Jun 10, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.