ETV Bharat / sports

WTC Final 2023: ওভালে 'কেলেঙ্কারি'! গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশালে সরব খোদ শুভমন

author img

By

Published : Jun 11, 2023, 11:56 AM IST

ওভালে আউট নিয়ে জোর চর্চা এখনও ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সোশাল মিডিয়ায়। এবার নিজের আউট নিয়ে সরব হলেন শুভমন গিল। ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়া নিয়ে শনিবার রাতে একটি ব্যাঙ্গাত্মক টুইট করেন উঠতি তারকা ক্রিকেটার শুভমন ৷

WTC Final 2023
ওভালে টেস্ট

লন্ডন, 11 জুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে ভারতীয় দল। দিনের শেষে অজিরা অ্যাডভান্টেজ থাকলেও ভারতের আশা ভরসা এখন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের জুটি। কিন্তু এই অ্যাডভান্টেজটুকুও হয়তো অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে থাকত না যদি না আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতেন ভারতীয় ওপেনার শুভমন গিল। পঞ্জাব ব্যাটারের আউট নিয়ে জোর চর্চা এখন ক্রিকেটমহলে। এবার গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করলেন খোদ শুভমন গিল ৷

সোশাল মিডিয়ায় গ্রিনের ক্যাচ ধরার ছবি পোস্ট করে জোড়া আতস কাঁচের ইমোজি পোস্ট করেন গিল ৷ ওভালে অস্ট্রেলিয়ার দেওয়া 444 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। অধিনায়কের সঙ্গে ওপেনিং জুটিতে 41 রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকার হলেন গিল। গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কি না, তা নিয়ে উত্তাল সোশাল মিডিয়া। আম্পায়র আউট দিলেও ভিডিয়ো দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বল মাটিতে স্পর্শ করেছে। তারপরেও কী করে তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিলেন! বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

গতকাল থেকে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে থাকে বিষয়টি। ঘটনাটির পর থেকে ওভালে ভারতীয় দর্শকরা ক্রমাগত 'চিটার' বলে সম্বোধন করতে থাকেন গ্রিনকে। কোনও কোনও নেটাগরিকদের কথায়, গ্রিনের মতো ক্রিকেটাররাই কলঙ্কিত করছে মহান খেলাকে। এই নিয়ে আলোচনা চলতেই থাকে। সেই ধারাভাষ্য দেওয়ার সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার বলেন, "শুভমান গিলের পরিবর্তে যদি স্টিভ স্মিথ হত, তাহলে আম্পায়ার নট আউট দিতেন ৷" একথা বলেই হেসে ফেলেন ল্যাঙ্গার। কমেন্ট্রি বক্সে নাসের হুসেন এবং রবি শাস্ত্রীও থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তে হতাশ ছিলেন ৷

আরও পড়ুন: শেষদিনে হাতে 7 উইকেট, আরও 280 রান করলেই খরা কাটবে ভারতের

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে চূড়ান্ত হতাশ। তিনি টুইটারে আম্পায়ারকে তীব্র কটাক্ষ করেন। কালো কাপড়ে একটা মানুষের চোখ বাঁধা ছবি টুইটারে পোস্ট করে সেহওয়াগ লেখেন, "শুভমান গিলের সিদ্ধান্ত দেওয়ার সময় তৃতীয় আম্পায়ারের ঠিক এইরকম অবস্থা ছিল। পর্যাপ্ত প্রমাণ না-থাকলে কিংবা কোনও সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে, তা ব্যাটার অর্থাৎ শুভমনের পক্ষে যাওয়া উচিত।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.