ETV Bharat / sports

McGrath contracts COVID 19 : কোভিড আক্রান্ত ম্যাকগ্রা, থাকতে পারবেন না গোলাপি টেস্টে

author img

By

Published : Jan 2, 2022, 2:13 PM IST

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন অজি জোরে বোলার গ্লেন ম্যাকগ্রা (Australian pace legend Glenn McGrath has tested positive for COVID-19) ৷ সেই কারণে গোলাপি টেস্টেও উপস্থিত থাকতে পারবেন না তিনি ৷

McGrath contracts COVID 19
গোলাপি টেস্টের ঠিক আগেই কোভিড আক্রান্ত হলেন প্রাক্তণ জোরে বোলার গ্লেন ম্যাকগ্রা

সিডনি, 2 জানুয়ারি : কোভিড আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার অন্যতম কিংবদন্তি প্রাক্তন জোরে বোলার গ্লেন ম্যাকগ্রা (Australian pace legend Glenn McGrath has tested positive for COVID-19) ৷ সিডনিতে শুরু হতে চলা গোলাপি টেস্টের ঠিক আগেই কোভিড আক্রান্ত হওয়ায় সরাসরি ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তিনি ৷ গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে একথা জানিয়েছেন চিফ এক্সিকিউটিভ হোলি মাস্টারস ৷

তিনি জানিয়েছেন, গ্লেনের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তবে তিনি ভার্চুয়ালি এই স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাকগ্রার স্ত্রী জেন ক্যানসারে মারা যাওয়ার পর থেকেই তাঁর স্মৃতিতে তথা ক্যানসার সম্পর্কে সকলকে সচেতন করতেই শুরু হয় এই গোলাপি টেস্ট ৷ এছাড়া ক্যানসার আক্রান্তদের চিকিৎসার জন্য চাঁদাও সংগ্রহ করে তাঁর ফাউন্ডেশন ৷ সাধারণত 5 জানুয়ারি গোলাপি টুপি পরে মাঠে নেমে গ্লেনের এই উদ্যোগের পাশে দাঁড়ান খেলোয়াড়রা ৷

আরও পড়ুন : বিশ্বকাপ, এশিয়া কাপ মিলিয়ে কেমন হতে চলেছে বিরাট-রোহিতদের 2022 সালের ক্রীড়াসূচি

হোলি জানিয়েছেন, তাঁদের এই উদ্যোগের পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন ম্যাকগ্রা ৷ তিনি এও জানিয়েছেন রিপোর্ট নেগেটিভ এলেই মাঠে আসার চেষ্টা করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.