ETV Bharat / sports

Ravi Shastri: ভুল করে কোচ হয়েছিলাম, যোগ্য ব্যক্তি রাহুল: রবি শাস্ত্রী

author img

By

Published : Jul 3, 2022, 3:03 PM IST

ভারতীয় দলের কোচ হিসাবে নিজের থেকে রাহুল দ্রাবিড়কে এগিয়ে রাখলেন রবি শাস্ত্রী ৷ জানালেন, তিনি ভুলবশত কোচ হয়ে গিয়েছিলেন ৷ কিন্তু, রাহুল দ্রাবিড় যোগ্য ব্যক্তি হিসাবেই ভারতীয় দলের কোচ হয়েছেন বলে জানান শাস্ত্রী (Get Job of India Coach by Mistake But Rahul Dravid is Perfect Choice Says Ravi Shastri) ৷

Get Job of India Coach by Mistake But Rahul Dravid is Perfect Choice Says Ravi Shastri
Get Job of India Coach by Mistake But Rahul Dravid is Perfect Choice Says Ravi Shastri

লন্ডন, 3 জুলাই: ভুলবশত ভারতীয় দলের কোচ হয়ে গিয়েছিলেন তিনি ৷ ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের প্রশংসা করতে গিয়ে এমনটাই জানালেন তাঁর পূর্বসূরী রবি শাস্ত্রী ৷ জানালেন, যোগ্য ব্যক্তি হিসাবেই রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হয়েছেন (Get Job of India Coach by Mistake But Rahul Dravid is Perfect Choice Says Ravi Shastri) ৷ আর তা তিনি দ্রাবিড়কে বলেছেন বলে জানান শাস্ত্রী ৷ বৃষ্টি বিঘ্নিত এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সম্প্রচারকারী চ্যানেলে এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ ৷

শাস্ত্রী বলেন, ‘‘আমি মনে করি ভারতীয় দলের কোচ হওয়া একটা সম্মান ৷ এটা থ্যাঙ্কলেস জব ৷ কারণ আপনকে প্রতিদিন 1.4 বিলিয়ন মানুষ বিচার করবে ৷ এখানে লুকিয়ে থাকার বা গা বাঁচিয়ে চলার কোনও উপায় নেই ৷ ব্যর্থ হলে আপনাকে বন্দুকের সামনে দাঁড়াতে হবে ৷ কারণ এখানে প্রত্যাশাটা অনেক বড় ৷ কিন্তু, আমি যে সময় দায়িত্ব নিয়ে ছিলাম, তখন ভারতীয় দল সেভাবে পারফর্ম করতে পারছিল না ৷ কিন্তু, ওই 7টা বছর যে কাজ আমি করেছি, তার জন্য গর্ববোধ করি ৷’’

এর পরেই সঞ্চালকের তরফে প্রশ্ন আসে, তাঁর পরবর্তী সময়ে রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে ৷ যেখানে রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে নিজের থেকে অনেক এগিয়ে রাখলেন শাস্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আমার পরে যোগ্য ব্যক্তি হিসাবে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হয়েছেন ৷ আমি কোচের চাকরিটা পেয়েছিলাম ভুলবশত ৷ যা আমি রাহুলকে বলেছি ৷ আমি কমেন্ট্রি বক্সে কাজ করছিলাম ৷ আমাকে দায়িত্ব নিতে বলা হল এবং আমি যতটা পারি করেছি ৷ কিন্তু, রাহুল এমন একজন যিনি একটা পদ্ধতির মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছেন ৷ এর জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ৷ প্রথমে অনুর্ধ্ব-19 এবং ভারতী ‘এ’ দলের কোচ হয়েছেন ৷ সেখান থেকে ভারতীয় দলের দায়িত্ব তুলে নিয়েছেন ৷ আর আমি মনে করি, একবার দল তাঁর কোচিংয়ে মানিয়ে নিলেই, তিনিও এটা উপভোগ করতে শুরু করবেন ৷’’

আরও পড়ুন: Ravi Shastri on Rescheduled Test: ভারতের সিদ্ধান্ত সঠিক ছিল, ইংল্যান্ড সিরিজ শেষ না করা প্রসঙ্গে জানালেন শাস্ত্রী

প্রসঙ্গত, 2014 সালে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের ডিরেক্টর পদে বসানো হয় ৷ তৎকালীন কোচ ডানকান ফ্লেচারের নেতৃত্বে ভারতীয় দলের পারফর্ম্যান্স গ্রাফ ক্রমশ নেমে যাচ্ছিল ৷ সেখান থেকে 2015 সাল পর্যন্ত শাস্ত্রী ডিরেক্টর হিসাবে কাজ করেন ৷ এর পর ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন অনিল কুম্বলে ৷ কিন্তু, এক বছর পেরোতেই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দল পরিচালনা নিয়ে তাঁর মতপার্থক্য হয় বলে শোনা যায় ৷ এমনকী কোচের চাকরিও ছেড়ে দেন তিনি ৷ এর পর 2017 সালে ফের ভারতীয় দলে ফেরেন রবি শাস্ত্রী ৷ এ বার হেড কোচ হিসাবে ৷ 2017 থেকে 2019 সাল পর্যন্ত চুক্তি ছিল তাঁর ৷ 2019 এর পর ফের শাস্ত্রীকেই 2021 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.