ETV Bharat / sports

বিশ্বকাপে পা তোলার জের, যোগীরাজ্যে মিচ মার্শের বিরুদ্ধে এফআইআর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 7:40 PM IST

FIR Against Micthell Marsh in Uttar Pradesh: বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ার হয়ে হুঁশ-জ্ঞান হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ৷ বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসেছিলেন তিনি ৷ সেই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ আলিগড় থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

আলিগড়, 24 নভেম্বর: বিশ্বকাপ জেতার পর পুরো ক্রিকেট বিশ্ব অজি ঔদ্ধত্য দেখেছে ৷ ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসেছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ ৷ আর হাতে বিয়ার বোতল ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ সেই ঘটনায় নিন্দার ঝড় ওঠে ৷ কোনও কোনও প্রাক্তন অজি ক্রিকেটার, মার্শকে আড়াল করার চেষ্টাও করেন ৷ এবার তাঁর বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হল ৷

উত্তরপ্রদেশের আলিগড়ে পুলিশের তরফে সেই ঘটনায় মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সমাজকর্মী পণ্ডিত কেশব ‘তথ্য জানার অধিকার’ আইনে মিচেল মার্শের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ তাঁর অভিযোগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘‘মিচেল মার্শ যেভাবে বিশ্বকাপ ট্রফির উপরে পা রেখে বসেছিলেন, তাতে ভারতীয় ক্রিকেট দল এবং তার সমর্থকদের আবেগকে অপমান করা হয়েছে ৷’’

এখানেই থামেননি 32 বছরের পণ্ডিত কেশব ৷ তিনি এফআইআর-এর একটি কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রকেও পাঠিয়েছেন ৷ সঙ্গে উল্লেখ করেছেন, যাতে অস্ট্রেলিয়া দলকে ভারতে খেলতে দেওয়া না হয় ৷ মার্শের সেই ছবি অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ তাঁর আচরণ ক্রীড়া সমর্থক এবং ভারতীয়দের প্রতি 'অসম্মানজনক' ছিল ৷ উল্লেখ্য, মিচেল মার্শকে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনার পর, ট্রোল করা হয় ৷

যদিও, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স এবং একাধিক প্রাক্তন অজি ক্রিকেটার মার্শের সমর্থনে কথা বলেন ৷ ওয়ার্নার এমনটাই দাবি করেন, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয় করার যোগ্য বলে কেউ ধরেনি ৷ তাই টুর্নামেন্টের সেরা দলকে হারিয়ে, ওইটুকু উদযাপন কোনও ব্যাপারই নয় বলে উল্লেখ করেছিলেন ওয়ার্নার ৷

আরও পড়ুন:

  1. 'ভয়ডরহীন ক্রিকেট', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের ব্যাখ্যা স্কাইয়ের
  2. বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক
  3. এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.