ETV Bharat / sports

বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 12:11 PM IST

Updated : Nov 20, 2023, 1:11 PM IST

World Cup Trophy: রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে ট্রফি পেয়ে শেষ হাসি হেসেছে অজিরা ৷ কামিন্সের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বসেরার কাপ তুলে দিয়েছেন ৷ তারপরই ঘরের মাঠে ভারতকে হারিয়ে সেলিব্রেশনে মেতেছে ছ'বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া ৷ এত পর্যন্ত সবই ঠিক ছিল ৷ কিন্তু এরপরই দেখা গেল অজি ব্যাটার মিচেল মার্শকে বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রাখতে ৷ আর তা নিয়ে ভাইরাল সোশাল মিডিয়া ৷

অজি ব্যাটার মিচেল মার্শ
World Cup Trophy

হায়দরাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছে রোহিতদের ৷ বিশ্বকাপ ফাইনাল হারায় এমনিতেই রবিবার রাত থেকে তোলপাড় সোশাল মিডিয়া ৷ ভারতের হার মেনে নিতে পারছে না দেশবাসী। নেটপাড়াতেও চলছে তুমুল চর্চা ৷ সকলেই টিম ইন্ডিয়ার উদ্দেশে লিখেছেন 'উই আর প্রাউড অফ ইউ', 'আমরা তোমাদের পাশেই আছি' ৷ কিন্তু সোমবার সকাল থেকে সোশাল মিডিয়ায় শুরু হল অন্য বিতর্ক ৷ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, অজি ব্যাটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন! আর তাঁর হাতে রয়েছে পানীয়ের গ্লাস ৷

এই ছবি অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স তাঁর ইনস্টায় স্টোরিতে দিয়েছেন এবং মিচেল মার্শকে ট্যাগও করেছেন ৷ এর পাশাপাশি অজি ব্যাটার মিচেল মার্শও তাঁর ইনস্টা স্টোরিতে বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রাখার ছবিটি দিয়েছেন ৷ যদিও এ নিয়ে অনেকেরই মত, এটা ডিপফেক ছবি ৷ ডিপফেক তথা আধুনিক টেকনোলজি দিয়ে বর্তমানে অনেক ছবি ও ভিডিয়ো বিকৃত করা হচ্ছে ৷ এখানেও তেমন কিছু করা হয়ে থাকতে পারে। নেটাগরিকদের আরও মত, যদি তাই হয় তাহলে অজি-অধিনায়ক কেন এমন ছবি শেয়ার করলেন, তাও মার্শকে ট্যাগ করে? সবমিলিয়ে ছবিটির সত্যতা কী তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনও ৷

বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, এমন মেজাজে দু'টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের গ্লাস। বাঁ হাত মুঠো করা। ভাবখানা এমন যে 'কেমন দিলাম'! সাধারণত বিশ্বকাপ জেতার পরে ট্রফিতে চুমু খেতে দেখা যায় খেলোয়াড়দের। আর মার্শের এমন স্বভাব! তবে কি 'সেরা' ট্রফির উপর দু'পা তুলে কি মার্শ বোঝাতে চাইলেন, বিশ্বকাপ জেতাটা তাঁদের অভ্যেস হয়ে গিয়েছে। উল্লেখ্য, মার্শের এই ধরনের আচরণ বা কথা-বার্তা অবশ্য নতুন নয়। বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। জানিয়েছিলেন, ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন।

আরও পড়ুন:

  1. সচিনের মতোই 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' ট্রফিই সান্ত্বনা বিরাটের
  2. তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া'
  3. হেরেও রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়, দলে তাঁর ভবিষ্যত নিয়ে জারি রাখলেন ধোঁয়াশা
Last Updated : Nov 20, 2023, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.