এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক

এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক
World Cup Final 2023: দেড় মাসের কঠিন পরিশ্রমের পর বিশ্বসেরার খেতাব অস্ট্রেলিয়ার নামে ৷ ভারতকে 6 উইকেটে হারিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ৷ বিশ্বজয়ের এই মুহূর্তগুলি তাঁর জীবনের সেরা স্মৃতি হিসেবে থেকে যাবে বলে জানালেন প্যাটি ৷
আমেদাবাদ, 20 নভেম্বর: প্রথমে টেস্ট চ্যাম্পিয়নশিপ, তারপর ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে অ্যাসেজ জয় ৷ আর এ বার ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ান-ডে বিশ্বকাপে চ্যাম্পিয়নের খেতাব ৷ এই বছরটা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের কাছে অত্যন্ত পয়া, এতে কোনও সন্দেহ নেই ৷ একের পর এক খেতাব নিজেদের নামে করেছে অজিরা ৷ এই মুহূর্তগুলিকে তাই চুটিয়ে উপভোগ করছেন কামিন্স ৷ ম্যাচ শেষে জানালেন, ‘‘এইসব মুহূর্ত যা আপনার জীবনের বাকি দিনগুলিতে সুখকর স্মৃতি হিসাবে থেকে যাবে ৷’’
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে কোনও বোলার কখনও অধিনায়ক হননি ৷ টিম পেন হঠাৎই ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্যাট কামিন্সকে প্রথম টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয় ৷ এর পর অ্যারন ফিঞ্চ ওয়ান-ডে ও টি-20 আন্তর্জাতিক থেকে অবসর নেন ৷ এ বারেও দলের নেতৃত্বের দায়িত্ব তাঁকে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ যা নিয়ে শুরুতে নানা সমালোচনা হয়েছিল ৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অনেকেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷
প্রথমে ঘরের মাঠে 2020-21 অ্যাসেজ জয়, ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়ে আইসিসি-ম্যাক জেতা ৷ তারপর ইংল্যান্ডে গিয়ে 2-2 ড্র করে অ্যাসেজ দখলে রাখা ৷ আর এবার ভারতীয় দলকে তাদের ঘরের মাঠ ও দর্শকদের সামনে পরাস্ত করে বিশ্বকাপ জয় ৷ অস্ট্রেলিয়ার কোনও বোলার প্রথমবার অধিনায়ক হয়ে এমন সাফল্য, সত্যিই কামিন্সের কাছে গর্বের মুহূর্ত ৷ আর এই মুহূর্তগুলিকে তাঁর জীবনের সেরা বলে জানালেন অজি অধিনায়ক ৷
কামিন্স বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সম্মান, ওয়ান-ডে বিশ্বকাপ জেতা ৷ তাও আবার ভারতের মাটিতে, এত বিশাল সংখ্যায় দর্শকদের সামনে ৷ এই বছরটা সবার কাছে খুব বড় ৷ বিশেষত আমাদের ক্রিকেট দলের জন্য ৷ এখানে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ জয় ৷ অ্যাসেজ জয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব, অনেক বড় মুহূর্ত ৷ এইসব মুহূর্ত যা আপনার জীবনের বাকি দিনগুলিতে সুখকর স্মৃতি হিসাবে থেকে যাবে ৷’’
একজন ক্রিকেটারের কাছে বিশ্বকাপের কী অর্থ, তা বোঝাতে গিয়ে কামিন্স বলেন, ‘‘আপনার জীবনে এই সুযোগ চার বছর পর আসবে ৷ যদি আপনার 10 বছরের কেরিয়ার হয়, তাহলে আপনি দু’বার এই সুযোগ পাবেন ৷ এই বিশ্বকাপ দিয়েই ক্রিকেট বিশ্ব আপনাকে চিনবে ৷ তাই এর থেকে ভালো ও বড় কিছু হতে পারে না ৷’’ বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স এও জানালেন, ম্যাচের আগে সকালে তিনি অত্যন্ত চাপে ছিলেন ৷ হোটেল থেকে মাঠে আসা পর্যন্ত শুধুই নীলসাগর ৷ স্টেডিয়ামে ঢুকে চতুর্দিকে শুধু নীল রং ৷ যা সাময়িক হলেও তাঁকে চাপে রেখেছিল বলে শিকার করে নেন কামিন্স ৷
আরও পড়ুন:
