ETV Bharat / sports

Viral Infection in England Camp: ইংল্যান্ড শিবিরে ভাইরাল হানা, পিছতে পারে পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট

author img

By

Published : Nov 30, 2022, 7:34 PM IST

পিছতে পারে পাকিস্তান বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট (ECB Talks with PCB Regarding Start of First Test) ৷ কারণ, ইংল্যান্ড শিবিরে ভাইরাল ইনফেকশন হানা দিয়েছে (Viral Infection in England Camp) ৷ যার জেরে 8 ক্রিকেটার এবং 14 জন সাপোর্ট স্টাফ অসুস্থ হয়ে পড়েছেন ৷

ECB Talks with PCB Regarding Start of First Test After Viral Infection in England Camp
ECB Talks with PCB Regarding Start of First Test After Viral Infection in England Camp

রাওয়ালপিন্ডি, 30 নভেম্বর: দু’দিন আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, পাকিস্তানে নামার পর থেকে পিসিবি’র আতিথেয়তায় মুগ্ধ তাঁরা ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই আতিথেয়তার দাম দিচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ৷ প্রথম রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের আগে 16 জনের স্কোয়াডের অর্ধেক ক্রিকেটার ভাইরাল ইনফেকশনে ভুগছেন (Viral Infection in England Camp) ৷ আর সাপোর্ট স্টাফদের মধ্যেও 14 জনের শারীরিক অবস্থা ভালো নয় ৷ ভাইরাল ইনফেকশনে ভুগছেন তাঁরাও ৷

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB Talks with PCB Regarding Start of First Test) ৷ একটি টুইট করে ইসিবি’র তরফে জানানো হয়েছে, ‘‘আমাদের ক্যাম্পের কয়েকজন খেলোয়াড়ের ভাইরাল ইনফেকশনের কারণে, আগামিকাল থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি ৷’’ পিসিবি’র তরফের ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, খাবারের থেকে কোনও সমস্যা হয়নি ৷ মূলত কোনও জীবাণু বা কোনও পোকার থেকে এই সমস্যা হয়েছে ৷ কারণ ইংল্যান্ড ক্রিকেটারদের ডায়েট নিয়ে যথেষ্ঠ সচেতন তাঁদের শেফ ওমার মেজিয়ানে ৷ তিনি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের খাবার নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেন, বলে জানিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷ ওমার মেজিয়ানেকে পাকিস্তান সফরের জন্য ইসিবি তাঁদের দলের সঙ্গে পাঠিয়েছে ৷

আরও পড়ুন: এক ওভারে 7টি ছক্কা ও 43 রান তুলে বিশ্বরেকর্ড রুতুরাজের

এই ভাইরাসের প্রভাব যাতে না-ছড়ায়, তার জন্য কয়েকজন ক্রিকেটারকে তাঁদের হোটেলের ঘর ছেড়ে বেরতে নিষেধ করা হয়েছে ৷ বিশেষত মঙ্গলবার রিপোর্ট আসার পর যে সমস্ত ক্রিকেটার অসুস্থ বোধ করছিলেন, তাঁদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে ৷ জানা গিয়েছে, অধিনায়ক বেন স্টোকস এবং মিডিয়াম সিমার জিমি অ্যান্ডারসন সেই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ৷ এমনকি বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ, যাঁর ক্রিনিক ডিজিস রয়েছে ৷ যার জন্য তাঁকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধ নিতে হয় ৷ তার জন্য জ্যাক লিচকে বাড়তি সতর্কতার সঙ্গে রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.