ETV Bharat / sports

Virat Kohli-Suryakumar Yadav: 'সেঞ্চুরির পিছনে মরিয়া হয়ে ছুটে লাভ নেই', সূর্যকে বিরাট-পরামর্শ

author img

By

Published : Jan 11, 2023, 2:07 PM IST

Virat Kohli-Suryakumar Yadav ETV BHARAT
Virat Kohli-Suryakumar Yadav

সাফল্যের পিছনে মরিয়া হয়ে না ছোটার বার্তা বিরাট কোহলির ৷ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের খেলাকে উপভোগ করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক রাখার পরামর্শ (Don't be Desperate for Century Virat Kohli Mantra for Success) দিলেন গুয়াহাটির সেঞ্চুরিয়ন ৷

গুয়াহাটি, 11 জানুয়ারি: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 2023 সালের প্রথম ম্যাচেই কামাল করেছেন বিরাট কোহলি ৷ একদিনের আন্তর্জাতিকে 45 নম্বর সেঞ্চুরি করেছেন তিনি ৷ ঘরের মাঠে সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেছেন মাস্টার ব্লাস্টারকে ৷ এসব নিয়েই ম্যাচ শেষে বিসিসিআই (BCCI) টিভি-তে ‘কিং কোহলি’র বিশেষ সাক্ষাৎকার নিলেন টি-20 আন্তর্জাতিকের সেঞ্চুরিয়ন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৷ হাসি-মজার মধ্যেই তুলে ধরলেন নিজের ব্যর্থতা ও সাফল্যের মাঝের কাহিনী (Don't be Desperate for Century Virat Kohli Mantra for Success) ৷

মঙ্গলবার রাতে গুয়াহাটির স্টেডিয়ামে কিং কোহলি এবং স্কাইয়ের এই বিশেষ সাক্ষাৎকারের শুরুটাই হয় হাসিঠাট্টার আবহে ৷ যেখানে বিরাটকে 2023 সালের শুরু সেঞ্চুরি দিয়ে করার জন্য অভিনন্দন জানান সূর্য ৷ কীভাবে নিজেকে তৈরি করেছিলেন এই সিরিজের আগে ? যার জবাবে কোহলি বলেন, ‘‘মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখা খুব জরুরি ৷ যখন সাফল্য আসে না, তখন তার পিছনে মরিয়া হয়ে ছুটে লাভ নেই ৷ সাফল্যকে তাড়া করার বদলে, নিজেকে কিছুটা পিছনে নিয়ে যেতে হবে ৷ কারণ, কোনও কিছুকে তাড়া করতে শুরু করলে, সেটা আরও দূরে চলে যেতে থাকে ৷’’

নিজের সাফল্যের কাহিনীর মধ্যেই সূর্যকুমার যাদবকেও তাঁর 3 নম্বর টি-20 সেঞ্চুরির জন্য শুভেচ্ছা জানান কোহলি ৷ বলেন, ‘‘গত বছর তুমি যে ক্রিকেটটা খেলেছ, সেটা অসাধারণ ৷ তোমার এই সাফল্যই অনুরাগীদের মনে আশা জাগিয়েছে ৷ সূর্য মাঠে নেমেছে মানে, ও রান করে দেবে ৷ আর সেটা দর্শকদের মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে ৷’’ এখানেই অগ্রজ হয়ে অনুজকে নিজের উপর প্রয়োগ করা উপায় পরামর্শ হিসেবে দিলেন কোহলি ৷ জানালেন, এই সাফল্যকে ধরে রাখতে হলে পরিশ্রম করে যেতে হবে ৷ আর কোহলির সেই গুরু বচনকে শিরধার্য করলেন স্কাই ৷

আরও পড়ুন: 'বিরাট ম্যাচে' শানাকার শতরান ব্যর্থ করে সিরিজে এগিয়ে গেল ভারত

সবশেষে সূর্যকুমার যাদবকে আউট করার জন্য বোলারদের মরিয়া হয়ে ওঠা নিয়েও হাসিঠাট্টা করতে দেখা যায় ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভকে ৷ উল্লেখ্য, 2022 সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শেষ একদিনের ম্যাচে 113 রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি ৷ আর এবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি ৷ বিরাটের ব্যক্তিগত এই পারফর্মেন্স ভারতীয় দলের পক্ষেও ইতিবাচক বিশ্বকাপের আগে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.