ETV Bharat / sports

কাপ না হলেও হৃদয় জিতে দেশে ফিরছেন শাকিবরা

author img

By

Published : Jul 2, 2019, 11:38 PM IST

Updated : Jul 3, 2019, 1:18 AM IST

300 উপর রান তাড়া করতে গিয়ে যে ক্ষিপ্রতা দেখানো দরকার ছিল তা দেখা যায়নি তামিম-সৌম্যদের মধ্যে । শুরুটা খুবই সাদামাটা ছিল তাঁদের । কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন বহু যুদ্ধের নায়ক শাকিব-আল-হাসান ।

টিম ইন্ডিয়া

বার্মিংহাম, 2 জুলাই : বেঙ্গল টাইগাররা পারলেন না । বাসিত আলির ভবিষ্যৎবাণী সত্যি হল না । বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাশা মতোই জয় এল । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাকিব-লিটনরা ।

ম্যাচটা ছিল মরণবাঁচন বনাম সম্মান রক্ষার লড়াই । সম্মান জিতলেও হৃদয় জিতে নিলেন বেঙ্গল টাইগাররাই । বার্মিংহামের ম্যাচে বাংলাদেশকে 28 রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া । ঝড় শুরু হয়েছিল রোহিত-রাহুলের ব্যাট থেকে । নিজেকে প্রমাণ করা, সব সমালোচনার জবাব দেওয়ার জন্যই বোধহয় এই বিশ্বকাপটাকেই বেছে নিয়েছেন রোহিত শর্মা । চারটি শতরান করে তিনি প্রমাণ করেছেন কতটা ভয়ঙ্কর ফর্মে রয়েছেন এই মুম্বইকর । আজ এল চতুর্থ শতরানটি । মাত্র 92 বলে 104 রানে যখন প্যাভলিয়নে ফিরছেন রোহিত তখন গোটা স্টেডিয়াম দেখে বোঝার উপায় নেই এটি ইংল্যান্ডের মাটি না মুম্বইয়ের ওয়াংখেড়ে । প্রথম উইকেট দুটিতে উঠল 180 রান । মনে হচ্ছিল 400 রানের বেড়া সহজেই টপকে যেতে চলেছেন কোহলিরা । কিন্তু, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডের ব্যর্থতায় সেই লক্ষ্য পূরণ হয়নি । যদিও, কিছুটা আশা জাগিয়েছিলেন ঋষভ পন্থ । শেষ পর্বে কিছুটা পরিচিত ছন্দে দেখা গেছিল ধোনিকে । শেষ পর্যন্ত 9 উইকেটে 314 রানে থামতে হয় রোহিতদের ।

300 উপর রান তাড়া করতে গিয়ে যে ক্ষিপ্রতা দেখানো দরকার ছিল তা দেখা যায়নি তামিম-সৌম্যদের মধ্যে । শুরুটা খুবই সাদামাটা ছিল তাঁদের । কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন বহু যুদ্ধের নায়ক শাকিব-আল-হাসান । যখন, শাকিব ব্যাট হাতে দাপাচ্ছেন তখন কিছুটা হলেও আশা জেগেছিল বেঙ্গল টাইগারদের মনে । ঠিক তখনই মোক্ষম আঘাতটি দিলেন হার্দিক । 66 রানে প্যাভেলিয়নে ফেরত পাঠালেন শাকিবকে । ভবিষ্যৎ ততক্ষণে লেখা হয়ে গেছে । লিটন দাস থেকে শুরু করে বাকিরা আয়ারাম ও গয়ারাম পর্যায়ে । শেষ পর্বে অবশ্য মহম্মদ সাফিউদ্দিন লড়াই চালাচ্ছিলেন । কিন্তু, বুমরা, ভুবনেশ্বর বা হার্দিকদের দাপটে তাঁর একার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না । কেন তিনি বিশ্বের 1 নম্বর বোলার তা আবারও প্রমাণ করলেন বুমরা । বুমরার ইয়র্কার সামলাতে নাস্তানাবুদ হলেন বাংলাদেশের শেষ পর্যায়ের ব্যাটসম্যানরা ।

আজকের ম্যাচটার দিকে শুরু ভারত নয় তাকিয়েছিল পাকিস্তানের সমর্থকরাও । 8 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে কোহলিরা । দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল তাঁরা । বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের । তৃতীয় ও চতুর্থ দলের লড়াই মূলত নিউজ়িল্যান্ড , ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে । তবে , আজ হৃদয় জিতে নিতে কসুর করেননি বেঙ্গল টাইগাররা । বল ব্যাট সবেতেই কোহলিদের থেকে পিছিয়ে ছিলেন শাকিবরা । কিন্তু, যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মুস্তাফিজুররা লড়াই চালালেন তাকে পদ্মাপাড়ে নতুন ইতিহাসের চিত্রনাট্য বলা যেতে পারে । এবারের বিশ্বকাপে প্রথম থেকেই নজর কেড়েছিলেন শাকিব-মুস্তাফিজুর-রুবেলরা । বড় দলগুলিকে টক্কর দিতে- চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাতে বিকল্প ছিল না । এক সময় প্রথম চারে ওঠার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের সমর্থকরা । যদিও, তাদের সেই আশা পূরণ হল না । কিন্তু, ইংরেজদের মাটিতে 11 বাঙালির লড়াই পদ্মাপাড়ে সমর্থকদের মুখে হাসি ফোটাবেই ।

New Delhi, July 02, ANI: The trailer of Will Smith's forthcoming film 'Spies in Disguise' dropped today which will leave you in splits. The forthcoming animated feature also stars Tom Holland. The trailer shows Smith lending his voice to Lance Sterling's character who is a smart, debonair spy. On the other hand, Holland will be heard as the voice behind a cute young scientist, Walter Beckett who is totally opposite to Sterling. The forthcoming feature is based on Lucas Martell's 2009 animated short film 'Pigeon: Impossible'. The animated feature will hit the theatres around Christmas this year.
Last Updated : Jul 3, 2019, 1:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.