ETV Bharat / sports

"প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল", মানছেন কোহলিদের কাছে বিধ্বস্ত মরগ্যান

author img

By

Published : Oct 22, 2020, 9:53 AM IST

দুই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দ্রুত ফিট হয়ে দলে ফিরবেন, আশা করছেন নাইট অধিনায়ক ।
"প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল", মানছেন কোহলিদের কাছে বিধ্বস্ত মরগ্যান
"প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল", মানছেন কোহলিদের কাছে বিধ্বস্ত মরগ্যান "প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল", মানছেন কোহলিদের কাছে বিধ্বস্ত মরগ্যান

আবু ধাবি, 22 অক্টোবর : কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিভাগকে ছারখার করে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 100 রানও তুলতে পারেননি দীনেশ কার্তিক-ইয়ন মরগ্যানরা । ব্যাঙ্গালুরু পেসার মহম্মদ সিরাজ় 4 ওভারে 8 রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট ৷ কোহলির দলের বোলিংয়ের প্রশংসা করে ম্যাচ শেষে নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছেন, "আমাদের RCB-এর বোলিংয়ের জবাব দেওয়া উচিত ছিল ।"

আবু ধাবির মাঠে প্রথমে ব্যাটিং করে বহু সংগ্রাম করে রান তোলেন নাইট ব্যাটসম্যানরা । নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 84 রান তোলেন তাঁরা । এই বিপর্যয়ের পর মরগ্যান বলছেন, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ভুল ছিল । ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাইট অধিনায়ক বলেন, "আমার মনে হয় শুরুটা হয়েছিল ব্যাটিং দিয়ে । প্রথম চার থেকে পাঁচজন ব্যাটসম্যানের দ্রুত ফিরে যাওয়াটা হতাশাজনক । RCB খুব ভালো বল করেছে । তবে আমাদের উচিত ছিল এর জবাব দেওয়া । শিশিরের কথা মাথায় রেখে আমাদের প্রথমে বল করা উচিত ছিল ।" নাইটদের প্রথম তিন ব্যাটসম্যান যখন ফিরে যায় তখন KKR-এর দলীয় স্কোর ছিল 3 ।

পুরোপুরি ফিট নন সুনীল নারাইন । চোটে কবলে আন্দ্রে রাসেলও । ফলে কোহলিদের বিরুদ্ধে এই দুই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে পায়নি নাইট শিবির । দুই অলরাউন্ডারকে না পাওয়ায় বড় ফাঁক রয়ে গেছে বলে মনে করছেন মরগ্যান । তাঁর কথায়, "আমাদের শীর্ষ তিন ব্যাটসম্যানের নির্ধারণ সম্পর্কে আমরা ধারাবাহিক । আমাদের বিশ্বাস, তাঁদের মধ্যে যে কেউ ম্যাচ জেতাতে পারেন । ওঁদের মধ্যে সেই প্রতিভা রয়েছে । তাই ভারতীয় ব্যাটসম্যানদের পাশে দাঁড়ানোটা জরুরি । আশা করছি, রাসেল ও নারাইন দ্রুত ফিট হয়ে দলে যোগ দেবেন । এরকম মানের দুজন অলরাউন্ডার না থাকা মানে বড় ফাঁক থেকে যাওয়া । আশা করছি, খুব দ্রুত তাঁদের পাব আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.