ETV Bharat / sports

আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থে মনোনীত অশ্বিন, প্রতিন্দ্বন্দ্বী রুট-মেয়ার্স

author img

By

Published : Mar 2, 2021, 6:36 PM IST

Updated : Mar 2, 2021, 6:46 PM IST

ফেব্রুয়ারি মাসের আইসিসি-র সেরা ক্রিকেটারের তালিকায় ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সের জেরে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় নাম তুলে নিলেন অশ্বিন ৷

ravichandran-ashwin-nominated-for-icc-player-of-the-month-award
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ, ফেব্রুয়ারি মাসের প্রতিদ্বন্দ্বী অশ্বিন এবং রুট

দুবাই, 2 মার্চ : আইসিসি-র ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ মঙ্গলবার জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় বেছে নিতে তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে বলে এবং ব্যাটে দুর্দান্ত পারফর্মেন্সের জন্যই অশ্বিনকে বেছে নেওয়া হয়েছে ৷ পারফর্মেন্সের ভিত্তিতে সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং ওয়েস্ট ইন্ডিজের কেইল মেয়ার্স ৷

ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ এই সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে 106 রানের ইনিংস খেলেন অশ্বিন ৷ একই সঙ্গে আমেদাবাদে তৃতীয় টেস্ট চলাকালীন 400 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি ৷ এই মুহূর্তে 3 টেস্টে মোট 24 উইকেট এবং 176 রান করেছেন অশ্বিন ৷ অসাধারণ এই পারফর্মেন্সের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে আইসিসি-র সেরা খেলোয়াড়ের তালিকায় নমিনেট হওয়ার জন্য অশ্বিন উপযুক্ত প্রার্থী বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন : আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ : পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থ এবং জো রুট

অন্যদিকে, ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে 218 রান করা এবং আমেদাবাদে দিনরাতের তৃতীয় টেস্টে 5 উইকেট নেওয়ায় ফের একবার আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন জো রুট ৷ এর আগে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় ঋষভ পন্থের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ৷ যদিও সেবার জো রুটকে মাত দিয়েছিলেন ঋষভ পন্থ ৷ দ্বিতীয়বার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর টক্কর ৷ তবে, এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কেইল মেয়ার্সও রয়েছেন ৷ যিনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে একার হাতে ম্যাচ জেতানো দ্বিশতরান করেন ৷

এবার আইসিসি-র ওয়েবসাইটে গিয়ে সমর্থকরা পছন্দের খেলোয়াড়দের ভোট করতে পারবেন ৷ অন্যদিকে, স্পোর্টস জার্নালিস্ট এবং ক্রিকেট বিশেষজ্ঞরা ই-মেলের মাধ্য়মে নিজেদের ভোট দেবেন ৷ সেই ভোটের উপর ভিত্তি করে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার বাছবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা ৷

Last Updated :Mar 2, 2021, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.