ETV Bharat / sports

শ্রেয়সের পরিবর্তে পন্থ, মরগ্যান-হীন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের

author img

By

Published : Mar 26, 2021, 1:19 PM IST

সিরিজের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিয়েছে ভারত ৷ পুনেতে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে আজই সিরিজের ফয়সালা চাইছে কোহলি ব্রিগেড ৷

india look to seal series against england in 2nd odi
india look to seal series against england in 2nd odi

পুনে, 26 মার্চ : টসে জিতে পুনেতে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড ৷ দুটি দলেই পরিবর্তন হয়েছে ৷ চোট পাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে এসেছেন ঋষভ পন্থ ৷ ইংল্যান্ড টিমে তিনটি পরিবর্তন হয়েছে ৷ চোটের কারণে আজ খেলছেন না ইয়ন মরগ্যান ৷ তাঁর পরিবর্তে ইংল্যান্ডের নেতৃত্বে থাকছেন জস বাটলার ৷ মরগ্যানের জায়গায় এসেছেন ডেভিড মালান, স্যাম বিলিংসের পরিবর্তে খেলবেন লিয়াম লিভিংস্টোন এবং মার্ক উডের পরিবর্তে রিস টপলি ৷

সিরিজের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিয়েছে ভারত ৷ পুনেতে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে আজই সিরিজের ফয়সালা চাইছে কোহলি ব্রিগেড ৷ টেস্ট, টি-20-র পর ওয়ান ডে সিরিজ জিতে ব্রিটিশদের খালি হাতে ফেরানোর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে মেন ইন ব্লু ৷ তবে এই ম্যাচের আগে দুটি দলই চোট আঘাতের মুখে পড়েছে ৷ চোটের কারণে দ্বিতীয় ওডিআই-তে খেলছেন না ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ অন্যদিকে কাঁধের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার ৷

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.