ETV Bharat / sports

একাই লড়লেন যশস্বী, বাংলাদেশকে 178 রানের লক্ষ্যমাত্রা ভারতের

author img

By

Published : Feb 9, 2020, 5:28 PM IST

ফাইনালে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরির আশা করছিল গোটা দেশবাসী ৷ ধীরে চলো নীতিতে খেলা চালিয়ে গেলেও শতরান হাঁকাতে পারলেন না যশস্বী জয়সওয়াল ৷ ফাইনালে 88 রানের ইনিংস খেলে আউট হলেন তিনি ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে 177 রান তুলেছে ভারত ৷

Yashasvi Jaiswal
যশস্বী

পোচেস্ট্রুম, 9 ফেব্রুয়ারি: গোটা দেশ তাকিয়ে ছিল তাঁর দিকে ৷ সেমিফাইনালের পর ফাইনালেও যশস্বী জয়সওয়ালের ব্যাটে ঝড় উঠবে, আশা ছিল দেশবাসীর ৷ ঝড় উঠল না। কিন্তু, আশাহতও করেননি যশস্বী। শতরানের কাছাকাছি পৌঁছেও থমকে যেতে হল তাঁকে ৷ 121 বলে 88 রানের ইনিংস খেলে আউট হন তিনি ৷ যশস্বী ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে 47.2 ওভারে 177 রান তুলেছে ভারত ৷ এই ম্যাচে জয় পেতে হলে পোচেস্ট্রুমের মাঠে জ্বলে উঠতে হবে ভারতের বোলিং ব্রিগেডকে ৷

দলীয় 9 রানে প্রথম উইকেট হারিয়েছিল ভারত ৷ ওপেনার দিব্যাংশ সাক্সেনাকে 2 রানে ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন অভিষেক দাস ৷ সেখান থেকে যশস্বী এবং তিলক ভার্মা জুটি ভারতের স্কোর একশোর উপরে নিয়ে যায় ৷ শম্বুক গতিতে হলেও স্কোরবোর্ড সচল রাখেন দুজনে ৷ দলীয় 103 রানে ফেরেন তিলক ভার্মা (38) ৷ ততক্ষণে অর্ধশতরান করে ফেলেছেন যশস্বী ৷ 89 বলে অর্ধশতরান পূর্ণ করেন ৷ চাপের মুখে ব্যর্থ হন অধিনায়ক প্রিয়ম গর্গ ৷ 9 বলে 7 রান তুলে প্যাভিলিয়নে ফেরেন ৷ তবে উইকেট আঁকড়ে পড়েছিলেন যশস্বী৷ বাংলাদেশি পেসারদের সামনে ভারতীয় ব্যাটিং ব্রিগেডকে অসহায় দেখালেও দৃঢ় ছিলেন বছর আঠারোর বাঁ হাতি ব্যাটসম্যান ৷ তিনিই ছিলেন ভারতের ভরসা ৷ 156 রানে তানজাদ হাসানের বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ ধরে সাজঘরের পথ ধরেন ৷ যশস্বী ফেরার পর কিছুটা চেষ্টা চালান ধ্রুব জুরেল ৷ 22 রান করে রান আউটের শিকান হন ৷ এরপর বাকিরা আসা যাওয়ার খাতায় নাম লেখান ৷

অতিরিক্ত সাবধানী হয়ে খেলতে গিয়ে ভারতের ইনিংস গতি পেল না মোটেও ৷ 16.1 ওভারে ভারতের প্রথম পঞ্চাশ রান এসেছিল ৷ 50 ওভারে দুশো রানে গণ্ডিও পার করতে পারল না মেন ইন ব্লু ৷ 177 রানের পুঁজি নিয়ে ভারতের বোলিং ব্রিগেড কী ম্যাজিক দেখায় সেদিকেই তাকিয়ে গোটা দেশ ৷

Gaya (Bihar)/New Delhi, Feb 09 (ANI): Directorate General of Civil Aviation (DGCA) announced that foreigners who have been to China on or after Jan 15, 2020, are not allowed to enter India from any air, land or seaport including Indo-Nepal, Indo-Bhutan, Indo-Bangladesh or Indo-Myanmar land borders. Three positive cases of coronavirus have emerged in Kerala. A suspected cornavirus case has been reported in Bihar's Gaya. A man who returned from China a month back has been admitted at isolation ward of government hospital. Hospital official said, "He has cold and cough, so we took precautionary measure. His blood and throat samples have been sent for examination."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.