ETV Bharat / sports

TATA IPL Auction 2022 : আইপিএল মেগা নিলামের দুর্দান্ত পরিচালনা, চারু শর্মার প্রশংসায় ক্রিকেট অনুরাগীরা

author img

By

Published : Feb 13, 2022, 3:58 PM IST

চারু শর্মার প্রশংসায় ভরে গেল সোশ্যাল মিডিয়া (Cricket Fans Hail Charu Sharma for Steering IPL Mega Auction Wonderfully) ৷ অত্যন্ত কম সময়ের নোটিশে বেঙ্গালুরুতে অসাধারণভাবে আইপিএল মেগা নিলামের (TATA IPL Auction 2022) সঞ্চালনা করার জন্য চারুর প্রশংসা করেছে ক্রিকেট দুনিয়া ৷

Cricket Fans Hail Charu Sharma for Steering IPL Mega Auction Wonderfully
Cricket Fans Hail Charu Sharma for Steering IPL Mega Auction Wonderfully

বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : বলা হয়, বিপদের সময়ে যাকে সবার আগে পাওয়া যায়, সেই প্রকৃত বন্ধু ৷ বিসিসিআই এবং আইপিএলের সঙ্গে যুক্ত প্রতিটি সংস্থা এবং ব্যক্তির কাছে শনিবার সেই বন্ধু হিসেবে এগিয়ে এসেছিলেন প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার তথা সঞ্চালক চারু শর্মা ৷ যার জন্য চারুকে প্রশংসায় ভরিয়ে দিলেন ক্রিকেট অনুরাগীরা (Cricket Fans Hail Charu Sharma for Steering IPL Mega Auction Wonderfully) ৷ গতকাল আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার ঘণ্টাখানেক পরেই স্টেজের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সঞ্চালক হিউ এডমিডস ৷ সেই সঙ্গে তখনের মতো বন্ধ হয়ে যায় নিলাম ৷ তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

  • Charu Sharma deserves to be applauded for stepping in at the last minute and conducting a smooth auction. It’s not easy to appreciate and acknowledge how tough someone’s job is till you step into their shoes. Well done, Charu 😊😇

    — Aakash Chopra (@cricketaakash) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতিতে সঞ্চালকের খোঁজ শুরু করে বিসিসিআই ৷ বেঙ্গালুরুতে আয়োজিত এই মেগা অকশনকে (TATA IPL Auction 2022) এগিয়ে নিয়ে যেতে প্রথমে দানিশ সাইতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ কিন্তু, তিনি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকায় সমস্যা হতে পারত ৷ এর পরেই চারু শর্মার সঙ্গে যোগাযোগ করে বিসিসিআই ৷ বিসিসিআই পুরো ঘটনা প্রবাহ নিয়ে তিনটি টুইটও করে ৷ যেখানে জানানো হয়, মাত্র আধ ঘণ্টার মধ্যে চারু শর্মা বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেলে পৌঁছান ৷ সেখানে পুরো পদ্ধতি চারুকে একঘণ্টার মধ্যে বুঝিয়ে দেওয়া হয় ৷ আর তারই মধ্যে চারু শর্মা নিজেকে তৈরি করে নেন ৷ চারুর এই কাজে অত্যন্ত খুশি বিসিসিআই ৷ বোর্ডের তরফে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে ৷

  • Splendid effort by @Charuonsports steer the #IPL auction so seamlessly and wonderfully after the unforeseen crisis👏👏

    — Cricketwallah (@cricketwallah) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : বেস প্রাইজ 1 কোটিতে কলকাতায় রাহানে

প্রসঙ্গত, মাত্র আধঘণ্টার নোটিশে অকশন হলে পৌঁছে একঘণ্টার প্রস্তুতিতে গতকাল যেভাবে পুরো নিলাম পদ্ধতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন চারু, তা সত্যিই প্রশংসনীয় ৷ একজন দক্ষ অকশনিয়ারের মতো পুরো প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যান তিনি ৷ আজও শুরু থেকে নিলাম পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে ৷ কিন্তু, গতকাল কোনও রকম আগাম প্রস্তুতি ছাড়া আইপিএল এর মতো মেগা নিলামের সঞ্চালনা করা খুবই কঠিন ছিল ৷ যেখানে রিল্যায়েন্স, জিন্দল, গোয়েঙ্কা,সানরাইজার্সের মতো দেশের তাবড় শিল্পপতিরা নিলামে অংশ নিয়েছিলেন ৷

  • Splendid effort by @Charuonsports steer the #IPL auction so seamlessly and wonderfully after the unforeseen crisis👏👏

    — Cricketwallah (@cricketwallah) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sehwag on Deepak and Krunal : ‘‘বরোদা ভাগ করেছে, লখনউ এক করল’’, দীপক এবং ক্রুণালকে ব্যঙ্গ বীরুর

চারু শর্মার এই অসাধারণ পেশাদারিত্বের প্রশংসা করেছেন সকলেই ৷ গতকালের নিলাম শেষে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারু শর্মাকে ধন্যবাদ জানিয়েছে ৷ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া চারুর প্রশংসায় ভরে উঠেছিল ৷ ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরাও চারু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি চারু শর্মা নিলাম শুরু করার আগে, অসুস্থ সঞ্চালক হিউ এডমিডসের দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানান ৷ চারুর এই ব্যবহারেও মুগ্ধ সকলে ৷ এমনকি আইপিএলের অনুরাগীরাও চারু শর্মার প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.