ETV Bharat / sports

পর্যাপ্ত প্রমাণের অভাবে বন্ধ আইপিএল বেটিং মামলার ফাইল!

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 9:47 PM IST

CBI Closes 2019 IPL Betting Cases: প্রমাণ নেই ৷ তাই 2019 আইপিএলে ওঠা সব বেটিংয়ের মামলার ফাইল বন্ধ করে দিল সিবিআই ৷ এই মামলায় মোট 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে ৷

File Image: ETV BHARAT
File Image: ETV BHARAT

নয়াদিল্লি, 2 জানুয়ারি: 2019 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগের ভিত্তিতে পর্যাপ্ত কোনও প্রমাণ পেল না সিবিআই ৷ আর তাই এই অভিযোগের তদন্তই বন্ধ করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মঙ্গলবার সিবিআই আধিকারিকদের তরফে এ কথা জানানো হয়েছে ৷ উল্লেখ্য, পূর্ব অভিজ্ঞতা থেকে পাকিস্তানের দেওয়া 'ইনপুটের ভিত্তিতে' এই তদন্ত শুরু করেছিল সিবিআই ৷ কিন্তু, বিষয়টি পুরোটাই আদালতের রায়ের উপর নির্ভর করছে ৷

2022 সালে কেন্দ্রীয় সংস্থা 7 জনের বিরুদ্ধে মোট দু’টি মামলা রুজু করেছিল ৷ যেখানে পাকিস্তানের তরফে অভিযোগ তোলা হয়েছিল, 2019 সালে টুর্নামেন্টের ম্যাচে ফিক্সিং হয়েছে ৷ সেই মামলায় পরবর্তী সময়ে সিবিআই মোট 8 জনকে গ্রেফতারও করে ৷ দিল্লির রোহিণী থেকে দিলীপ কুমার, হায়দরাবাদে অবস্থিত গুররাম বাসু এবং গুররাম সতীশ, সজ্জন সিং, প্রভুলাল মীনা, রাম অবতার এবং অমিত কুমার শর্মা ৷ এরা সকলেই রাজস্থানের বাসিন্দা ছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে আইপিএল ম্যাচে প্রভাব বিস্তার করার বা ফিক্সিংয়ের অভিযোগ ওঠে ৷

এই মামলার তদন্ত বন্ধ করার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট গতবছরের ডিসেম্বর মাসে বিশেষ আদালতে জমা দিয়েছিল সিবিআই ৷ যেখানে অভিযোগের বিস্তারিত তথ্য এবং এই মামলার তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়া হয় ৷ সেই সঙ্গে কেন এই মামলাটি খারিজ করে দেওয়া উচিত, তার কারণও উল্লেখ করা হয় মামলায় ৷ তবে, এবার পুরো বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল ৷ আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে, মামলা দু’টি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট গৃহীত হবে নাকি, তদন্ত জারি রাখবে সিবিআই ৷

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত আটজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10-13 বছর ধরে সন্দেহজনক লেনদেন হয়েছে ৷ এমনকি এরা একটি ব়্যাকেটও চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ এমনকি এই অভিযুক্তরা পাকিস্তানের ফোন নম্বর ব্যবহার করে, সেদেশের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখত ৷ এ সংক্রান্ত কিছু পাকিস্তান থেকে সিবিআই-এর দু’টি নেটওয়ার্কের হাতে আসে ৷ যেখানে লোকজনকে বেটিং চক্রে ফাঁসানোর অভিযোগ ওঠে আটজনের বিরুদ্ধে ৷ সিবিআইয়ের তরফে দায়ের করা এফআইআর রিপোর্টেও সেকথা উল্লেখ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

খবর সূত্র সংবাদসংস্থা- পিটিআই

আরও পড়ুন:

  1. রেকর্ড টাকায় স্টার্ককে ঘরে তুলে খুশি কেকেআর সিইও, নাইট শিবিরে আর কারা?
  2. সিংহাসনে স্টার্ক-কামিন্স, দল পেলেন না স্মিথ; দেখে নিন আইপিএল নিলামের খুটিনাটি
  3. অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.