ETV Bharat / sports

BCCI AGM 2022: বিসিসিআইয়ের বিশ্বকাপের কমিটিতে থাকতে পারেন অভিষেক ডালমিয়া

author img

By

Published : Oct 8, 2022, 12:17 PM IST

Updated : Oct 8, 2022, 2:28 PM IST

2023 সালে ভারতে আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup) জন্য গঠিত কমিটিতে থাকতে পারেন অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya Can be in The World Cup Committee) ৷ এমনই খবর পাওয়া যাচ্ছে বিসিসিআই এর একটি সূত্র মারফত ৷ তবে, এখনই এ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না ৷

bcci-agm-2022-abhishek-dalmiya-can-be-in-the-world-cup-committee
bcci-agm-2022-abhishek-dalmiya-can-be-in-the-world-cup-committee

কলকাতা, 8 অক্টোর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর রাজ্য ক্রিকেট সংস্থায় 6 বছর কাটিয়ে ফেলায় এবার সিএবি থেকে সরে যেতে হচ্ছে অভিষেক ডালমিয়াকে ৷ তবে, তাঁর বিসিসিআই এর প্রশাসনে ঢোকার একটা সুযোগ থাকলেও, তা হচ্ছে না বলেই বিসিসিআই সূত্রে খবর ৷ যে খবর সাম্প্রতিককালে ইটিভি ভারতেই প্রথম বেড়িয়েছিল ৷ তবে, প্রশাসনে না থাকলেও অন্যভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেন অভিষেক ডালমিয়া ৷ সূত্রের খবর, প্রয়াত বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ছেলেকে বিশ্বকাপের জন্য তৈরি কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হতে পারে (Abhishek Dalmiya Can be in The World Cup Committee) ৷

বিসিসিআইয়ের এজিএমে নতুন বোর্ড গঠনের পরেই 2023 আইসিসি বিশ্বকাপ (ICC Cricket World Cup) আয়োজন নিয়ে তোড়জোর শুরু হয়ে যাবে ৷ সেখানে বিশ্বকাপ আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বিসিসিআই ৷ সেখানেই গুরুত্বপূর্ণ পদে অভিষেক ডালমিয়াকে দেখা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে ৷ তার আগে অবশ্য ভারতীয় ক্রিকেট প্রশাসনের বড় ইভেন্ট রয়েছে ৷ আগামী 18 অক্টোবর বোর্ডে বার্ষিক সাধারণ সভা (BCCI AGM 2022) ৷ সূত্রের খবর, যেখান বোর্ড প্রেসিডেন্ট পদে একটা বড় লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ৷

বিসিসিআই এর একটি সূত্র জানাচ্ছে, বোর্ড সভাপতির দৌড়ে ঢুকে পড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি (Roger Binney) । হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে অনিরুদ্ধ চৌধুরিও আছেন দৌড়ে ৷ রজার বিনিকে বোর্ডে নিজেদের প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ অন্যদিকে, শোনা যাচ্ছে জয় শাহ (Jay Shah) নিজে এবার বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন ৷ সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভবিষ্যৎ কী তা স্পষ্ট নয় । তবে সূত্রের খবর, সৌরভই যে সিএবি থেকে বোর্ডে বাংলার প্রতিনিধিত্ব করছেন তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ সেখানে তিনি নিশ্চয়ই সভাপতি পদে থেকে যাওয়ার একটা চেষ্টা করবেন ৷

আরও পড়ুন: পাঁচ হেভিওয়েট বাবার পাঁচ পুত্র এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে !

পুরো বিষয়টি এখনও ধোঁয়াশায় ভরা ৷ সৌরভ শুক্রবার দিল্লি থেকে ফিরেছেন ৷ শোনা যাচ্ছে তিনি সেখানে কেন্দ্রের বড় কোনও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ কে সেই মন্ত্রী তা জানা না গেলেও, ভারতীয় ক্রিকেট প্রশাসনের অলিন্দে গুঞ্জন, তিনি আর কেউ নন, খোদ অমিত শাহ ৷ যার হস্তক্ষেপে 2019 এর এজিএমে শেষ মুহূর্তে সব চাল ওলোট পালট হয়ে গিয়েছিল ৷ শ্রীনিবাসন শিবিরের লোক হিসাবে পরিচিত ব্রিজেশ প্যাটেলের নাম বোর্ড সভাপতি হিসাবে প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, একরাতের মধ্যে পুরো খেলা ঘুরে যায় এবং ভারতীয় বোর্ডের মসনদে বসেন সৌরভ ৷

আরও পড়ুন: সৌরভের ভবিষ্যৎ কী ? কামব্যাক শ্রীনি-শুক্লার ? পাখির চোখ বিসিসিআই এজিএম

শোনা যাচ্ছে ফের সেই মন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বৈঠকে বসতে পারেন ৷ তার পরেই তাঁর বিসিসিআই সভাপতি পদে থাকা হবে কিনা, তা স্পষ্ট হবে ৷ আর সৌরভ যদি বোর্ড সভাপতি নির্বাচনে না থাকেন, সেক্ষেত্রে রজার বিনি দৌড়ে এগিয়ে বলে বোর্ডের একটি সূত্রের দাবি ৷ তবে, তা এখনই নিশ্চিত করতে নারাজ কেউই ৷ আগেই উল্লেখ করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট এবং সেখানে রাজনীতিকদের আধিপত্য বহু পুরনো ৷ তা রাজীব শুক্লা হোক বা প্রয়াত অরুণ জেটলি আর হালের অমিত শাহ ৷ তাই শেষ বলে ছক্কা মেরে কে বাজিমাত করবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷

Last Updated :Oct 8, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.