ETV Bharat / sports

India vs Bangladesh: কাজে এল না হাসপাতাল-ফেরৎ রোহিতের লড়াই, বাংলাদেশে টানা দ্বিতীয় সিরিজ হার ভারতের

author img

By

Published : Dec 7, 2022, 9:27 PM IST

Updated : Dec 7, 2022, 11:01 PM IST

ঘরের মাঠে টানা দ্বিতীয়বার 50 ওভারি সিরিজে জয় পেল শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহিমরা (Bangladesh beat India) ।

India vs Bangladesh
India vs Bangladesh

মীরপুর, 7 ডিসেম্বর: কাজে এল না 'আহত' রোহিতের লড়াই । বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই'তে ম্যাচে 5 রানে হারল ভারত । এই ম্যাচ হারার ফলে তিন ম্যাচের সিরিজও পকেটে পুরে ফেলল টাইগাররা । একই সঙ্গে নয়া রেকর্ডও গড়ল পদ্মাপাড়ের ছেলেরা । ঘরের মাঠে টানা দ্বিতীয়বার ওডিআই সিরিজে জয় পেল শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহিমরা ।

2015 সালে ধোনির ভারতকে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ । সাত বছর পর সেই শের-ই-বাংলা স্টেডিয়ামেই ইতিহাস গড়ল রাসেল ডোমিঙ্গোর ছেলেরা । 5 রানে ম্যাচ পকেটে পুরে নিল তারা । কাজে এল না রোহিত শর্মার 28 বলে 51 রানের অপরাজিত ইনিংস।

আরও পড়ুন: চোটের জেরে ছিটকে গেলেন শামি, বাংলাদেশকে সমীহ অধিনায়ক রোহিতের

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে কাঁধের চোটের কারণে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি (BAN vs IND) ৷ তাঁর জায়গায় ভারতীয় দলে যোগ দিয়েছেন উমরান মালিক ৷ এবার চোটের কবলে পড়লেন রোহিত শর্মা, দীপক চাহার, কুলদীপ সেনও ।

Last Updated : Dec 7, 2022, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.