ETV Bharat / sports

Babar Azam: বিশ্বকাপে ব্যর্থতার জের, তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়লেন বাবর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 8:51 PM IST

Updated : Nov 15, 2023, 9:24 PM IST

Babar Azam Steps Down as Pakistan Captain After World Failer: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশার এক শতাংশও পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান দল ৷ হারের দায় নিজের কাঁধে নিয়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম ৷

ETV BHARAT
ETV BHARAT

মুম্বই, 15 নভেম্বর: বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম ৷ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লেন তিনি ৷ বুধবার নিজের সোশাল মিডিয়া পেজে একটি পোস্টে এ কথা জানান বাবর ৷ বিশ্বকাপে পাকিস্তান ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ৷ চার ম্যাচ জিতে মাত্র 8 পয়েন্ট পেয়েছে পাকিস্তান ৷ যা শেষচারে কোয়ালিফাই করার জন্য যথেষ্ঠ ছিল না ৷

এ দিন বাবর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি ঘোষণা করতে গিয়ে বলেন, ‘‘আমার এখনও সেই সময়টা স্পষ্ট মনে আছে, 2019 সালে আমাকে পাকিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার জন্য যখন আমাকে ফোন করা হয়েছিল ৷ তারপর থেকে গত চার বছরে আমি একাধিক ওঠা ও পড়ার অভিজ্ঞতা লাভ করেছি মাঠে ও মাঠের বাইরে ৷ কিন্তু, হৃদয় দিয়ে এবং নিজের প্যাশন দিয়ে পাকিস্তানের গর্ব ও সম্মান ক্রিকেট বিশ্বে বজায় রাখার চেষ্টা করেছি ৷’’

এদিন বাবরের এই পোস্টের পরতে-পরতে অভিমান ধরা পড়েছে ৷ তিনি লেখেন, ‘‘ওয়ান-ডে ক্রিকেটে 1 নম্বর দল হওয়া প্রমাণ করে আমাদের কোচরা, প্রত্যেক প্লেয়ার এবং ম্যানেজমেন্ট একসঙ্গে ভালো কাজ করেছে... ৷ আজকে আমি ক্রিকেটের সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে সরে দাঁড়াচ্ছি ৷ এটা কঠিন সিদ্ধান্ত ৷ কিন্তু, আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্তটা নেওয়ার ৷’’ বাবর এও উল্লেখ করেছেন, একজন ক্রিকেটার হিসেবে তিনি সবসময় দলের পাশে রয়েছেন এবং দলের যে কোনও প্রয়োজনে তিনি এগিয়ে আসবেন ৷

নতুন যিনি অধিনায়ক হবেন, তাঁকে সবরকমভাবে সাহায্য় করার কথা ওই বিবৃতিতে জানিয়েছেন বাবর আজম ৷ নিজের অভিজ্ঞতা সবসময় পাকিস্তান দলের উন্নতিতে ব্যবহারের প্রতিশ্রুতিও দেন তিনি ৷

আরও পড়ুন:

ইডেনে অনিশ্চিত বাভুমা, দুই স্পিনারে অজিদের বিরুদ্ধে নামার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকা

'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল

'বিরাট' স্বপ্নপূরণে কোহলিকে অভিনন্দন সচিনের

Last Updated :Nov 15, 2023, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.