ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে অনিশ্চিত বাভুমা, দুই স্পিনারে অজিদের বিরুদ্ধে নামার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 8:00 PM IST

Updated : Nov 15, 2023, 11:01 PM IST

South Africa may go with Two Spinners Against Australia: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ৷ কিন্তু, সেই ম্যাচে প্রোটিয়া শিবিরে স্বস্তি নেই ৷ তাদের অধিনায়ক তেম্বা বাভুমা একশো শতাংশ ম্যাচ ফিট নন ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X

কলকাতা, 15 নভেম্বর: কোনও প্রেস রিলিজ বা চোট নিয়ে লুকোছাপা করার চেষ্টা নয় ৷ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা নিজেই সাংবাদিক সম্মেলনে চোট নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন ৷ রাখঢাক না করে জানিয়ে দিলেন, “শারীরিকভাবে আমি ঠিক আছি ৷ তবে আমি 100 শতাংশ ফিট নই ৷ আজকের দিনটা দেখব ৷ খেলার ব্যাপারে আগামিকাল সিদ্ধান্ত নেব ৷ তবে আমি আত্মবিশ্বাসী ৷ ম্যাচ নিয়ে আমি খানিকটা চাপেও রয়েছি ৷ দল হিসেবে আমাদের প্রথম সেমিফাইনাল ৷ তবে আলাদা অনুভূতি নেই ৷ বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতো আরও একটা ম্যাচ এটা ৷”

অধিনায়কের ফিটনেস ঘিরে জল্পনা অব্যাহত রয়েছে প্রোটিয়া শিবিরে ৷ যদিও, বাভুমা বুধবার অনুশীলনে নামলেন ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের চিকিৎসাও করালেন ৷ বৃহস্পতিবার যে পিচে খেলা হবে, সেখানে দাঁড়িয়ে শ্যাডো করলেন, তারপর ড্রেসিংরুমে ঢুকে গেলেন ৷ ফলে তাঁকে ঘিরে জল্পনা জিইয়ে থাকল ৷

বিশ্বকাপের শেষ চার পার করার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা প্রতিবারই ব্যর্থ ৷ বিশেষ করে বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ব্যর্থতা বারবার এসেছে ৷

চলতি বিশ্বকাপে ছবি বদলাতে চায় প্রোটিয়ারা ৷ বাভুমা 18 নভেম্বর ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসার ব্যাপারে আশাবাদী ৷ কিন্তু, নিজেই বলছেন সেমিফাইনালে নামবেন কিনা, তা নিয়ে ম্যাচের দিন সিদ্ধান্ত নেবেন ৷ প্রথম একাদশ তৈরি করা নিয়েও আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের ৷ বাভুমা বলছেন, “দলের প্রতিটি খেলোয়াড় আত্মবিশ্বাসী ৷ বিকেলে টিম মিটিং রয়েছে ৷ সেখানেই টিম ঘোষণা হবে ৷ তবে, একাদশ চূড়ান্ত হবে ম্যাচের আগে ৷”

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও ভারতের বিরুদ্ধে পরাজিত হয়েছে ৷ বাকি সাতটি ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে তারা ৷ গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে ৷ ইতিহাস নয়, বর্তমান ফর্মের ওপর দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা লক্ষ্মীবারে জয়ের খোঁজে ৷ পুরো দক্ষিণ আফ্রিকা দল ইতিবাচক মানসিকতায় এই বিশ্বকাপে খেলছে ৷ তাই তাদের ঘিরেও প্রত্যাশার পারদ তৈরি হয়েছে বাভুমাদের ঘিরে ৷

অধিনায়কের বক্তব্য, “আমাদের ফাইনালে দেখছে অনেকেই ৷ মনে রাখবেন কোনও মিকি মাউস আমাদের বিরুদ্ধে খেলছে না ৷ অস্ট্রেলিয়া খুব ভাল দল ৷” অর্থাৎ, টানা সাত ম্যাচ জিতে অস্ট্রেলিয়া যে সেমিফাইনালে কঠিন পরীক্ষায় ফেলবে, তা নিয়ে সন্দেহ নেই বাভুমার ৷ ইডেনের পিচ স্পিনারদের সাহায্য করবে বলে পূর্বাভাস রয়েছে ৷ বাভুমা জানিয়েছেন তিনি দুই স্পিনার নিয়ে খেলার পক্ষপাতি ৷ কেশব মহারাজের সঙ্গে তাবরেজ শামসিকে রেখে প্রথম একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷

চলতি বিশ্বকাপে কুইন্টন ডি কক অনবদ্য ব্যাটিং করে চলেছেন ৷ স্প্রিংবকদের অধিনায়ক বলছেন, “ও ফোকাসড রান করার ব্যাপারে ৷ বিরাট অসাধারণ ক্রিকেটার। অসাধারণ ব্যাটিং করছে ৷” সেমিফাইনালে দলের উপর চাপ কতটা ? এই প্রশ্নে বাভুমা মানছেন, “চাপ সবসময় থাকে ৷ ভাল বা খারাপ পারফর্ম যাই হোক, চাপ থাকে ৷” ভারতের বিরুদ্ধে 5 নভেম্বর ইডেনে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে দক্ষিণ আফ্রিকা মাত্র 83 রানে অলআউট হয়েছিল ৷ ফের স্পিনা-সহায়ক পিচে অ্যাডাম জাম্পাকে সামলানোর চ্যালেঞ্জ ৷

আরও পড়ুন:

  1. সেমির আগে 'ম্যাডম্যাক্স' ইনিংসের অনুপ্রেরণা খুঁজছে অজিরা
  2. 15 নভেম্বর, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ও শেষবার ব্যাটহাতে নেমেছিলেন মাস্টার
  3. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল
Last Updated : Nov 15, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.