ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রথমে আফগানিস্তান, পরে দক্ষিণ আফ্রিকা; হারের ধাক্কাই ছিটকে দিয়েছে, মানছেন বাবর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 9:55 PM IST

প্রথমে আফগানিস্তান, পরে দক্ষিণ আফ্রিকা পরপর হারের ধাক্কাই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে তাঁদের ৷ হারের ময়নাতদন্ত করতে গিয়ে তেমনটাই দাবি করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷

ICC World Cup 2023
হারের ধাক্কাই ছিটকে দিয়েছে মানছেন বাবর

কলকাতা, 10 নভেম্বর: ইডেনে রামিজ রাজা । পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষপদ থেকে সদ্য সরে দাঁড়িয়েছেন তিনি । চলতি বিশ্বকাপে বর্তমানে তিনি ধারাভাষ্যের কাজে ব্যস্ত । ইডেনে এসে এদিন পাকিস্তান দলের সঙ্গে কথা বলেন তিনি। অধিনায়ক বাবর আজমের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হয় তাঁর । শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান । সেই ম্যাচ নিয়ে ইডেনে কোনও উত্তাপ নেই ।

দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচের ধাক্কাই পাকিস্তানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কারণ কার্যত বিশ্বকাপ সফরের ময়নাতদন্ত করতে গিয়ে মেনেই নিলেন বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামার আগের দিন দলের ব্যর্থতার ময়নাতদন্ত করেন অধিনায়ক বাবর আজম । বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে হলে কার্যত অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে ৷ শাহিন আফ্রিদিদের এদিন অবশ্য দেখা যায়নি অনুশীলনে ৷

অঙ্কের বিচারে এখনও সুযোগ রয়েছে । 287 রানের ব্যবধানে বাবর আজমদের জিততে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে । দেখে অসম্ভব মনে হলেও হারার আগে হারতে চাইছে না পাকিস্তান । প্রথমদিকে ফখর জামানকে বাদ দিয়েই খেলতে নেমেছিল পাকিস্তান দল । আর এবার সেই ফখরকেই ভরসা করছেন বাবররা ।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাই তিনি বলেছেন, "এখনও একটা ম্যাচ বাকি রয়েছে । এটা ক্রিকেট, এখানে অনেক কিছুই হতে পারে । আমরা শেষ ম্যাচটা ভালো করে খেলতে চাই ।" তবে কেন এমন অবস্থা হল পাকিস্তানের? সেই প্রশ্নের উত্তরে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বলেন, "দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই সমস্যা করে দিয়েছে । আর আফগানিস্তান ম্যাচের পরাজয় আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে । তবে যে কোনও পর্যায়ে, যে কোনও কাজে আপনার ইতিবাচক আশা থাকা উচিত ৷ আমি দৃঢ়ভাবে একথা বিশ্বাস করি।"

ইতিমধ্যেই ফখর জামান ছন্দ খুঁজে পেয়েছেন । বড় রান করার প্রতাশা জাগিয়েছেন । তাঁকে নিয়ে বাবর বলেন, 'পার্টনারশিপ একটা বড় ব্যাপার। আমি বলব যদি ফখর 20 বা 30 ওভার উইকেটে থাকে, তা হলে অন্যরকম কিছু হতেই পারে। এরপর রিজওয়ান, ইফতিকার নামবে। আমরা এর জন্য পরিকল্পনা করেছি ।'

হতশ্রী পারফরম্যান্সের জন্য একজনকে কাঠগড়ায় তুলতে রাজি নন পাক অধিনায়ক । তিনি বলেন, "এটা বোলিং, ফিল্ডিং বা ব্যাটিংয়ের দোষ বলা যাবে না । দল হিসেবে আমরা ভালো করতে পারিনি । বোলিংয়ে অনেক রান দিয়েছি । ফিল্ডিংয়েও রান দিয়েছি । দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি যার মধ্যে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংও রয়েছে ।"

প্রস্তুতিতেও খামতি ছিল বলে মনে করেন তিনি । বিশেষ করে ইনিংসের মাঝের ওভারে রান করতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে পাকিস্তানকে । বাবরের বিশ্লেষণ, "ব্যাটার হিসেবে মাঝের ওভারগুলোতে রান করতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে । বল নরম হয়ে যাওয়ার পর বড় শট খেলতেও সমস্যা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. 'ইমপসিবল'-ই থেকে গেল আফগানদের মিশন, গ্লাভস হাতে রেকর্ড ছুঁলেন ডি'কক
  2. কিউয়িদের জয়ে শেষ চার বাবরদের কাছে 'সোনার পাথরবাটি', কোন সমীকরণে সেমিতে ভারত-পাক?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.