ETV Bharat / sports

Glenn Maxwell Getting Married : ভারতীয় রীতি মেনে মেলবোর্নে ভিনি-ম্যাক্সওয়েলের বিয়ের তোড়জোড়

author img

By

Published : Feb 13, 2022, 10:11 AM IST

বাগদত্তা ভিনি রামনকে বিয়ে করছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell getting married to fiancee Vini Raman) ৷ ভারতীয় বংশোদ্ভুত ভিনির সঙ্গে 2017 সাল থেকে সম্পর্কে ছিলেন ম্যাড ম্যাক্স ৷ 2020 সাল করোনার ঠিক আগে 13 মার্চ দু’জনের বাগদান হয়েছিল ৷ অস্ট্রেলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ জানা গিয়েছে ভারতীয় রীতি মেনে মেলেবোর্নে বিয়ে হবে যুগলের ৷

australian-cricketer-glenn-maxwell-getting-married-to-fiancee-vini-raman
australian-cricketer-glenn-maxwell-getting-married-to-fiancee-vini-raman

মেলবোর্ন, 13 ফেব্রুয়ারি : আগামী 27 মার্চ বিয়ে করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেম ম্যাক্সওয়েল ৷ বাগদত্তা ভারতীয় বংশোদ্ভুত ভিনি রামনের সঙ্গে এ বার বিয়ে হচ্ছে তাঁর (Glenn Maxwell getting married to fiancee Vini Raman) ৷ 2020 সালে মেলবোর্নে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দু’জনের বাগদান পর্ব সারেন এই অজি ক্রিকেটার ৷

তামিলনাড়ুর ভিনি এবং অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েলের বিয়ে ভারতীয় রীতি মেনে হবে বলে জানা গিয়েছে ৷ তামিল ভাষায় তাঁদের বিয়ের কার্ড ছাপা হয়েছে ৷ সেই কার্ড থেকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ মেলবোর্নের ব্ল্যাকবার্ন রোডে অবস্থিত ভোগ বলরুম হলে বিয়ের অনুষ্ঠান হবে ৷ তামিলনাড়ুর ভারতীয় বংশোদ্ভুত ভিনির জন্ম এবং বেড়ে ওঠা মেলবোর্ন শহরেই ৷ ভিনির জন্মের আগেই তাঁর বাবা রামানুজ দাসন এবং মা বিজয়ালক্ষ্মী রামন অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন ৷ প্রসঙ্গত, ভিনি রামন প্রথম খবরে আসেন 2019 সালে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেবার ম্যাক্সওয়েলের হাত ধরে ভিনিকে দেখা গিয়েছিল ৷

australian-cricketer-glenn-maxwell-getting-married-to-fiancee-vini-raman
তামিল ভাষায় ছাপা ম্যাক্সওয়েল এবং ভিনির বিয়ের কার্ড

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : অবিক্রিত বাংলার ঋদ্ধি, দল না-পেয়ে চমকে দিলেন রায়না-স্মিথরা

2020 সালে কোভিডের জন্য পুরো বিশ্বে লকডাউন ঘোষণার ঠিক আগে 13 মার্চ দু’জনের বাগদান হয় ৷ সেখানেও ভারতীয় রীতি মেনে মেলবোর্নে অনুষ্ঠান হয়েছিল ৷ যেখানে ম্যাক্সওয়েল সবুজ রঙের শেরওয়ানি এবং ভিনি একই রঙের লেহেঙ্গা পরেছিলেন ৷ এমনকি বাগদান পর্বের থিম করা হয়েছে সাদা এবং সবুজের মিশ্রণে ৷ ফলে উপস্থিত অতিথিরাও সেভাবেই সেজে ছিলেন ৷ বাগদানের পরেই দু’জনের বিয়ে করার কথা ছিল ৷ কিন্তু, তার পরপরই করোনার জন্য অস্ট্রেলিয়া সহ বিশ্বের সব দেশে লকডাউন ঘোষণা করে দেয় সরকার ৷ এর পর এক এক করে কোভিডের 3টি ঢেউ আসায় বিয়ে পিছিয়ে যায় তাঁদের ৷ তবে, অস্ট্রেলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, দ্রুত বিয়ে সেরে নিতে চাইছেন এই জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.