ETV Bharat / sports

TATA IPL Auction 2022 : অবিক্রিত বাংলার ঋদ্ধি, দল না-পেয়ে চমকে দিলেন রায়না-স্মিথরা

author img

By

Published : Feb 12, 2022, 11:08 PM IST

নিলামে অবাক করেছেন 'মিস্টার অফ আইপিএল' সুরেশ রায়নার দল না পাওয়া (Suresh Raina did not get any team at day1) ৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের চতুর্থ সর্বাধিক রান স্কোরার দল না পাওয়ায় হতাশ ক্রিকেট অনুরাগীরা ৷

TATA IPL Auction 2022
অবিক্রিত বাংলার ঋদ্ধি, দল না পেয়ে চমকে দিলেন রায়না-স্মিথরা

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : জাতীয় দলে তিনি বেমানান ৷ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কোনওভাবেই নেই তিনি ৷ ম্যানেজমেন্টের এমন হালচাল বুঝতে পেরে সম্প্রতি জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঋদ্ধিমান সাহা ৷ এমনকী রঞ্জি ট্রফির দল নির্বাচন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন পাপালি ৷ এমতাবস্থায় শনিবার আইপিএল নিলামে চোখ রেখেছিলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার ৷ কিন্তু ভাগ্যের পরিহাসে নিলামেও অবিক্রিত থাকলেন ঋদ্ধি (Wriddhiman Saha remains unsold at day 1 of mega auction) ৷

1 কোটি বেস প্রাইস থাকলেও নিলামে দল না পাওয়া যেন আরও উস্কে দিল 37 বছরের ঋদ্ধির অবসর জল্পনা ৷ আইপিএল প্রথম মরশুম থেকে 2021 পর্যন্ত সবক'টি মরশুমেই খেলেছেন ঋদ্ধি ৷ 133টি আইপিএল ম্যাচ খেলা বাংলার এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একটি শতরানও ৷ স্বাভাবিকভাবেই কেরিয়ারের সায়াহ্নে চলে আসা ঋদ্ধির অভিজ্ঞতার গুরুত্ব কোনও ফ্র্যাঞ্চাইজি না-দেওয়ায় হতাশ বাংলার ক্রিকেট অনুরাগীরা ৷

তেমনই নিলামে অবাক করেছেন 'মিস্টার অফ আইপিএল' সুরেশ রায়নার দল না পাওয়া (Suresh Raina did not get any team at day1) ৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের চতুর্থ সর্বাধিক রান স্কোরার দল না পাওয়ায় হতাশ ক্রিকেট অনুরাগীরা ৷ সেরা সময় ফেলে এলেও রায়নার মধ্যে এখনও ক্রিকেট বাকি রয়েছে, মত অনুরাগীদের ৷ তেমনই রাজস্থান রয়্য়ালসের প্রাক্তন দলনায়ক তথা অজি ক্রিকেটারের নিলামে দল না পাওয়ার ঘটনাও অবাক করেছে ৷ দল পাননি ইংরেজ ব্যাটার স্যাম বিলিংস, প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারও ৷

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : অল্পের জন্য ছোঁয়া হল না যুবরাজকে, আইপিএল নিলামে দ্বিতীয় সর্বাধিক দাম পেলেন ইশান

এছাড়া বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসান, মহম্মদ নবি, উমেশ যাদব, মুজিব উর রহমান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পার নাম আনসোল্ড লিস্টে বড়ই বেমানান ৷ যদিও সকলেরই আগামিকাল পুনরায় ভাগ্য নির্ধারণ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.