ETV Bharat / sports

ICC World Cup 2023: হার্ড হিটিং টপ-অর্ডার ও পেসের ভারসাম্যে বিশ্বকাপে ক্যাঙারুরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 9:45 PM IST

Updated : Sep 29, 2023, 11:06 PM IST

Australia ICC World Cup Team Preview: শক্তিশালী ব্যাটিং ও পেস বোলিংয়ে ভরপুর অস্ট্রেলিয়া আগামী 8 অক্টোবর বিশ্বকাপ সফর শুরু করছে ৷ কিন্তু, ভারতের উইকেটে একজন স্পিনারকে নিয়ে দল গঠন ভোগাতে পারে কামিন্সদের ৷

Image courtesy: ICC and CA X
Image courtesy: ICC and CA X

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: কিছু মাস আগেও মিচেল মার্শ মানেই মিডল বা লোয়ার মিডল-অর্ডারে খেলা ব্যাটার হিসেবেই পরিচত ছিলেন ৷ কিন্তু, সাম্প্রতিককালে ওপেনার হিসেবে তাঁর সাফল্য, অস্ট্রেলিয়া দল এবং মার্শের সামনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ৷ প্রথম একাদশে যাঁর অন্তর্ভুক্তি অনায়াসে করতে পারে অজি টিম ম্যানেজমেন্ট ৷

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ট্রাভিস হেড থাকলেও, টুর্নামেন্টের প্রথম দিকে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই বাঁ-হাতের হাড়ের চোটের কারণে ৷ তাই ভারত সফরে সফল ব্যাটিং অল-রাউন্ডারকে দেখা যাবে ক্যাঙারুদের ওপেনার হিসেবে ৷ সঙ্গে বাঁ-হাতি ডেভিড ওয়ার্নার ৷ বলা হচ্ছে ওয়ার্নারের এটি শেষ বিশ্বকাপ ৷ অন্যদিকে, চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে কামব্যাক করা স্মিথও ফর্মে রয়েছেন ৷ কামব্যাক ম্যাচে গোল্ডেন ডাক হলেও, শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন অজিদের সহ-অধিনায়ক ৷

সেই সঙ্গে চার নম্বরে রয়েছেন মার্নস লাবুশান ৷ প্রথমে বিশ্বকাপের প্রাথমিক দলে যাঁর সুযোগই হয়নি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে ক্যামরুন গ্রিনের কনকাশন পরিবর্ত হিসেবে ব্যাট করতে নেমেছিলেন ৷ বাকিটা ইতিহাস ৷ সেই সিরিজের পাঁচ ম্যাচ এবং ভারতের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে তাঁর ব্যাটসম্যানশিপ, অজি নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলির সিদ্ধান্ত বদলের জন্য যথেষ্ঠ ছিল ৷ অস্ট্রেলিয়ার টপ-অর্ডারের এই ফায়ার পাওয়ার বিশ্বকাপে অনেক দলকেই কঠিন পরীক্ষার মুখে ফেলবে ৷

আরও পড়ুন: ডি'ককের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন বাভুমার

আর মিডল-অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস এবং অ্যালেক্স কেরি ৷ অস্ট্রেলিয়ার এই ব্যাটিং যে কোনও বিশ্বমানের বোলিং লাইন-আপকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে ৷ আর বোলিংয়ে ক্যাঙারুদের পেস আক্রমণ সমান ভয়ংকর ৷ যার নেতৃত্বে থাকবেন স্বয়ং অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে কোনও বোলার প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দলকে নেতৃত্ব দেবেন ৷ যা এক নয়া ইতিহাস হতে চলেছে অজি ক্রিকেটে ৷ সঙ্গে মিচেল স্টার্কের বাঁ-হাতি পেস বোলিং ৷ তাঁর 'টো-ক্রাশিং' ইয়র্কার বিশ্বের তাবড় ব্যাটারের উইকেট ছিন্নভিন্ন করেছে ৷

উদাহরণ, গত বিশ্বকাপে ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকসের উইকেট ৷ স্টার্কের ঘাতক ইয়র্কর সামলানো দূর, ব্যাট মাটিতে নামার আগেই স্টোকসের অফ-স্টাম্প উড়ে যায় ৷ সঙ্গে নতুন বলে মিডিয়াম-পেস জস হ্যাজলউড ৷ তবে, স্পিন বিভাগের দায়িত্বে একা রয়েছেন অ্যাডাম জ্যাম্পা ৷ তাঁর সঙ্গে পার্টটাইমার হিসেবে বল করতে পারেন ম্যাক্সওয়েল ৷

দল নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন,

‘‘আমাদের দলে অনেক কিছু বদল হয়েছে ৷ লাগাতার চোটের কারণে, শুরু থেকেই দলে নিয়মিত বদল এসেছে ৷ তবে, আমরা ধীরে ধীরে থিতু হয়েছি ৷ শেষ কয়েকটি ম্যাচে আমরা মোটের উপর ভালো ক্রিকেট খেলেছি ৷’’ তবে, বিশ্বকাপে একজন লেগ-স্পিনারের উপর নির্ভর করে নামার ফল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ভুগতে হতে পারে অস্ট্রেলিয়াকে ৷ যেখানে ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসছে ৷ অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতের বিরুদ্ধে 8 অক্টোবর চেন্নাইয়ে ৷’’

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জস ইংগলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক

Last Updated : Sep 29, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.