Andrew Symonds Died : বিশ্ব ক্রিকেটে ফের নক্ষত্রপতন, গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডস !

author img

By

Published : May 15, 2022, 6:15 AM IST

Updated : May 15, 2022, 7:11 AM IST

Andrew Symonds Died

শেন ওয়ার্ন চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে না-উঠতেই ফের নক্ষত্রপতন অস্ট্রেলিয়া ক্রিকেটে ৷ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন অজি তারকা এবং বিশ্বজয়ী দলের সদস্য অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds killed in Queensland car crash) ৷

কুইন্সল্যান্ড, 15 মে : শেন ওয়ার্ন চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে না-উঠতেই ফের নক্ষত্রপতন অস্ট্রেলিয়া ক্রিকেটে ৷ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন অজি তারকা এবং বিশ্বজয়ী দলের সদস্য অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds died in Queensland car crash) ৷ মাত্র 46-এই জীবনের বাইশ গজ ছাড়লেন দেশের জার্সিতে 2003 এবং 2007 বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য ৷ প্রাক্তন সতীর্থের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেসপি-রা ৷

1998-2009 দেশের জার্সিতে 26টি টেস্ট, 14টি কুড়ি-বিশের ম্যাচ খেললেও বার্মিংহ্যাম-জাত এই অজি ক্রিকেটার অনুরাগীদের কাছে জনপ্রিয় ওডিআই ফরম্যাটের জন্যই ৷ মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটার, বিশ্বস্ত বোলার একইসঙ্গে দক্ষ ফিল্ডার ৷ অলরাউন্ড ক্রিকেটার বলতে যা বোঝায়, সাইমন্ডস ছিলেন তাই ৷ 198টি ওয়ান-ডে ম্যাচে ছ'টি শতরান সহযোগে 5 হাজারের বেশি রান এবং 133টি উইকেট ছিল তাঁর ঝুলিতে ৷ টাউন্সভিল থেকে প্রায় 50 কিমি দূরে হার্ভে রেঞ্জ শহরে সাইমন্ডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ আর তাতেই প্রাক্তন অজি তারকার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে ৷ দুর্ঘটনার সময় সাইমন্ডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে খবর ৷

  • Think of your most loyal, fun, loving friend who would do anything for you. That’s Roy. 💔😞

    — Adam Gilchrist (@gilly381) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2006 বক্সিং-ডে ম্যাচে প্রথম টেস্ট শতরানের স্বাদ পেয়েছিলেন ৷ যদিও টেস্ট ক্রিকেটে তাঁর কেরিয়ার দীর্ঘ হয়নি ৷ গাড়ি দুর্ঘটনায় প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও ৷ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও সাইমন্ডসের মুল্সিয়ানা সুবিদিত ৷ 1995 গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টিতে এক ইনিংসে সর্বাধিক ছক্কা (16) হাঁকানোর নজির ছিল তাঁর ঝুলিতে ৷ লম্বা সময় ধরে তা অক্ষত থাকার পর গত সপ্তাহে অজি তারকার সেই রেকর্ড ভাঙেন বেন স্টোকস ৷ সবমিলিয়ে রড মার্শ, শেন ওয়ার্নের মৃত্যুর পর ফের এক কালো দিন অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটে ৷

আরও পড়ুন : প্রিয় এড শেরানের গান, কামিন্সের কবিতায় মেলবোর্নে ওয়ার্নির শেষ বিদায়

প্রিয় রয় (সাইমন্ডসের ডাকনাম)-এর চলে যাওয়ার খবরে বিস্মিত অ্যাডাম গিলক্রিস্ট ৷ প্রাক্তন তারকা উইকেটরক্ষক লিখেছেন, "বিশ্বস্ত এবং মজার এক মানুয ছিল রয় ৷ যে বন্ধুর জন্য সবকিছু করতে পারত ৷" জেসন গিলেসপি লিখেছেন, "ঘুম থেকে উঠেই মর্মান্তিক খবর ৷ বিধ্বস্ত ৷ সবাই তোমাকে মিস করব বন্ধু ৷"

Last Updated :May 15, 2022, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.