ETV Bharat / sitara

Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

author img

By

Published : Oct 21, 2021, 3:30 PM IST

ধসের (Darjeeling Landslide) বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে শিলিগুড়িতে (Siliguri) নামলেন পায়েল দে (Payel Dey) ও গোগোল, মানে দ্বৈপায়ন দাস (Dwaipayan Das)।

Payel De and Dwaipayan Das, who stranded at kalimpong with family after landslide, reached Siliguri
ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে ফিরছেন পায়েল-গোগোল

কলকাতা, 21 অক্টোবর: পুজোয় কলকাতা ছেড়ে সপরিবারে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী পায়েল দে । ধসের (Darjeeling Landslide) কারণে সেখানে আটকে পড়েন তাঁরা । মিস হয়েছিল ট্রেন । অবশেষে নানা বাধা পেরিয়ে তাঁরা নেমেছেন শিলিগুড়িতে (Siliguri)৷

টলিউডের ভ্রমণপিপাসু দম্পতি হিসেবে পরিচিত পায়েল এবং গোগোল অর্থাৎ দ্বৈপায়ন দাস । ছুটিছাটা পেলেই পাড়ি দেন কখনও দেশের কোনও জায়গায় কখনও বা বিদেশে ৷ এই বছর পুজোতেও তাঁরা পাড়ি দেন পাহাড়ের কোলে । আর সেখানে প্রবল ধসে বহু পর্যটকের সঙ্গেই আটকে পড়েন তাঁরাও ৷ কালিম্পঙের টাকনা নামক একটি গ্রামে ছিলেন তাঁরা ।

ধসের বাধা কাটিয়ে আজ বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছলেন পায়েল, গোগোল, তাঁদের সন্তান মেরাখ এবং গোগোলের বাবা-মা। পায়েল জানালেন, আগামিকাল, শুক্রবার তাঁরা রওনা দেবেন কলকাতার উদ্দেশে ।

Payel De and Dwaipayan Das, who stranded at kalimpong with family after landslide, reached Siliguri
পায়েলদের পোস্ট করা ছবি

আরও পড়ুন: Weather Forecast: অক্টোবরের শেষেই শীতের আগমন ! আগামীকাল থেকে কমতে পারে তাপমাত্রা

এই মুহূর্তে বেশ ব্যস্ত পায়েল দে । চলছে ধারাবাহিক 'দেশের মাটি'। সেখানে তাঁর চরিত্র উজ্জয়িনী দর্শকের খুব পছন্দের । তা ছাড়া ওয়েবের কাজেও ব্যস্ত তিনি । সম্প্রতি পা রেখেছেন বড় পর্দাতেও । গোগোলও টেলিভিশনের কাজে ব্যস্ত । কাজ থেকে সামান্য ছুটি পেয়েই সপরিবারে হাওয়াবদলে গিয়েছিলেন তাঁরা । আর সেখানে গিয়েই আবহাওয়ার রোষে ঘটে বিপত্তি । তবে বিপদ কিংবা বিপত্তিকে পাত্তা না-দিয়ে সময়টাকে উপভোগ করেছেন তাঁরা । মেরাখের দৌরাত্ম্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পায়েল এবং গোগোল দু'জনেই ।

Payel De and Dwaipayan Das, who stranded at kalimpong with family after landslide, reached Siliguri
ট্রেনে মেরাখ

আরও পড়ুন: Cooch Behar : তোর্ষা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরতে মাইকে সতর্ক বার্তা প্রশাসনের

এ বার ঘরে ফেরার তাড়া । ফিরতে হবে কাজে । আজ একটু বিশ্রাম ৷ কাল ঘরে ফিরবে মেরাখরা ।

আরও পড়ুন: Darjeeling Landslide : দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.