ETV Bharat / sitara

Gourab Roy Choudhary in Pilu: পিলু নিয়ে আপ্লুত গৌরব এবার শিখবেন গান

author img

By

Published : Jan 10, 2022, 12:20 PM IST

শুরু হচ্ছে নতুন বাংলা ধারাবাহিক (new Bengali TV serial) পিলু (Pilu)৷ তার মুখ্য চরিত্র গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary in Pilu) ইটিভি ভারতকে জানালেন নিজের নানা অভিজ্ঞতার কথা ৷

Gourab Roy Choudhary sharing experiences about making of pilu
পিলু নিয়ে আপ্লুত গৌরব এবার শিখবেন গান

কলকাতা, 10 জানুয়ারি : শুরু হল গৌরবের নতুন সফর ৷ আবিরের পর এ বার তাঁর চরিত্রের নাম আহির ৷ সঙ্গীতমুখর ধারাবাহিক নিয়ে আপ্লুত গৌরব (Gourab Roy Choudhary in Pilu) নিজের ভাল লাগার কথা জানালেন ইটিভি ভারতকে ।

'পিলু' (Pilu) ধারাবাহিকে আহির শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেয় গুরুকুলে গুরুজির কাছে ৷ গুরুজি আদিত্যনারায়ণের সে সুযোগ্য শিষ্য । তাকে ঘিরে গুরুজির অনেক আশা ভরসা । এই আহিরের চরিত্রেই গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary news)।

গৌরব অভিনয়ের পাশাপাশি বাঁশি বাজান । একইসঙ্গে সাবলীল তাঁর লেখনী । প্রায়ই তাঁর বাঁশির সুর ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায় । আর তারপর ভরে ওঠে তাঁর কমেন্ট বক্স । ছোট ছোট কবিতা লিখে তাও ভাগ করে নেন ভক্তদের সঙ্গে । এ হেন গৌরবের টেলিভিশনে এ বার সুরেলা সফর । সঙ্গীতরসিক গৌরব ইটিভি ভারতকে জানান, "সঙ্গীত আবহেই আমার বেড়ে ওঠা । বাবার কুল, মায়ের কুল দুই কুলের প্রায় সকলেই গান জানে । আমার মা খুব ভাল গান করেন । আমি গান শিখিনি । মানে নানা কারণে শেখা হয়ে ওঠেনি । তবে, গাইতে পারি । অনেক রকমের চরিত্র টেলিভিশনের কেরিয়ারে করে ফেললাম । এ রকম চরিত্র পাইনি আগে । গানে গানে প্রতিষ্ঠা পাবে আহিরের চরিত্র ৷ এই ধারাবাহিকের কল্যাণেই তানপুরা ধরা শিখলাম । হারমোনিয়াম ধরাটা আগেই জানি । সেটা মায়ের কাছ থেকে ছোটবেলাতেই শিখেছি । কিন্তু তানপুরা ধরতে জানতাম না । এ বার সেটাও শিখে নিলাম ।"

আরও পড়ুন: Ranjit Mallick as president of artist forum : আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি রঞ্জিত মল্লিক, অন্য পদে কারা ?

Gourab Roy Choudhary sharing experiences about making of pilu
শুরু হচ্ছে পিলু

এই ধারাবাহিকে (new Bengali TV serial) শাস্ত্রীয় সঙ্গীতে লিপ দিতে হবে গৌরবকে । সেই প্রসঙ্গে গৌরব জানান, "শাস্ত্রীয় সঙ্গীতে লিপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং । গানের কথাগুলো আয়ত্তে না থাকলে লিপ দেওয়া কষ্টকর । তাই সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে । এর জন্য উপালিদিকে স্যালুট । এই ধারাবাহিকের গানের দিকটা দেখছেন উপালি চট্টোপাধ্যায় । 'করুণাময়ী রানি রাসমণি' থেকে শুরু করে বহু সিরিয়ালের গানের দিক উনিই সামলান । উনিই তালিম দিচ্ছেন আমাকে । তাই খুব একটা অসুবিধা হচ্ছে না । এই চরিত্রের জন্য অনেক কিছু নতুন শিখছি আমি । চরিত্রের সুবিধার জন্য রিসার্চ করছি । এ ছাড়া ওয়ার্কশপ হয়েছে আমাদের । এ বার ভাবছি উপালি দির কাছে সত্যিই গানের তালিম নেব ৷ চরিত্রের জন্য বলে শুধু নয়, নিজের মনের শান্তির জন্যও । আমার খুব শখ গান শেখার । ব্যস্ততার কারণে হয়ে ওঠে না । তবে সময় বের করে শিখব ভাবছি । মনের শান্তির জন্য গানের বিকল্প কিছু হতে পারে না ।"

আরও পড়ুন: Bengali serial Pilu :'করুণাময়ী রানি রাসমণি'র স্লট বদল, 10 জানুয়ারি থেকে আসছে 'পিলু'

গৌরবের কথায়, "পিলু অনেক আগেই আসার কথা ছিল । আমার সঙ্গে অনেকদিন আগে চ্যানেলের কথা হয়েছিল । এরপর আমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেল সে তো নতুন করে বলার নয় । তখন চ্যানেল আমায় ফোন করে বলে, আমি সুস্থ হওয়ার পর কাজ শুরু করবে । আমাকেই কাজটা করতে হবে । চ্যানেল এতদিন আমার জন্য অপেক্ষা করল, এর জন্য আমি কৃতজ্ঞ চ্যানেলের কাছে । আমি এখনও পুরোপুরি সুস্থ নই । কিন্তু আর দেরি কর‍তে ইচ্ছে হল না । কাজ ভালবাসি । কাজ ছেড়ে ঘরে বসে বিশ্রাম আমার কাছে শাস্তির সমান । তাই যখন বুঝলাম পুরো সুস্থ না হলেও কাজ করতে খুব একটা অসুবিধা হবে না, তখনই শুরু করে দিলাম । এই গল্পে একটা ঘরানা আছে । অন্য স্বাদ দেবে । এ রকম চরিত্র কোন অভিনেতার না ভাল লাগে ? সবথেকে বড় কথা হল, আমি এখনও পুরো সুস্থ নই । খুব যত্ন নিয়ে শুটিং করাচ্ছে চ্যানেল । এও এক বড় পাওয়া ।"

Gourab Roy Choudhary sharing experiences about making of pilu
গান শিখতে চান গৌরব

আরও পড়ুন: Abar aranyer din ratri: সত্যজিতের অনুপ্রেরণায় আসছে আবার অরণ্যের দিনরাত্রি

দিনকয়েক আগেই জানা গিয়েছে গৌরব পাড়ি দিচ্ছেন হিন্দি ওয়েব সিরিজে । নেটফ্লিক্সে দেখা যাবে সেই ওয়েব সিরিজ । এই প্রসঙ্গে জানতে চাইলে গৌরব জানান, "এই মুহূর্তে কিছুই বলতে পারব না । কেননা এটার কাজ শুরু হবে 2024-এ । নামও ঠিক হয়নি । তবে আমি কাজটা করছি এটা পাক্কা । সব ফর্মালিটি মিটে গেলে জানাতে পারব ।"

আজ 10 জানুয়ারি থেকে সন্ধে সাড়ে 6টায় শুরু হচ্ছে 'পিলু'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.