ETV Bharat / sitara

সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন টলি অভিনেতা ভরত কল

author img

By

Published : Mar 30, 2021, 9:27 PM IST

করোনার দ্বিতীয় ঢেউ এসে লাগল টলি পাড়ায় ৷ বাংলা ছবি ও ধারাবাহিকের চেনা মুখ ভরত কল করোনা পজ়িটিভ ৷ একই সঙ্গে তাঁর স্ত্রীরও রিপোর্ট এসেছে পজ়িটিভ ৷

latest news of bengali serial
ভরত কল,ছবি সৌজন্য ফেসবুক

কলকাতা ,30 মার্চ : করোনার গ্রাফ উপরের দিকে ৷ ফের ছড়িয়েছে করোনার আতঙ্ক ৷ এবার করোনার কবলে টলিউড ৷ বাংলা ছবি ও ধারাবাহিকের চেনা মুখ ভরত কল করোনা পজ়িটিভ ৷

অভিনেতা নিজেই সেই কথা শেয়ার করে নিলেন নেট মাধ্যমে ৷ তিনি ও তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় উভয়ই করোনা পজ়িটিভ ৷ ধারাবাহিকের পাশাপাশি ভোট প্রচারেও দেখা যাচ্ছিল এই অভিনেতাকে ৷ কিন্তু সোমবারের করোনা রিপোর্ট সব হিসেব ওলট-পালট করে দিল ৷

latest news of bengali serial
টলি অভিনেতা ভরত কলের ফেসবুক পোস্ট

অভিনেতা জানান তিনি স্বাদ ও গন্ধ পেলেও জ্বর বাববার আসাতেই সন্দেহ দানা বাঁধে তাঁর মনে ৷ সেই কারনেই তিনি করোনা পরীক্ষা করান ৷ বর্তমানে শ্রীময়ী ধারাবাহিকে অভিনয় করছেন ভরত কল এবং তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় খড়কুটো ধারাবাহিকে অভিনয় করছেন ৷

তবে অভিনেতা ভরত কল জানান তাঁর মধ্যে করোনার মৃদু উপসর্গই বিদ্যমান ৷ সুতরাং আশা করা যায় খুব শীঘ্রই সুস্থ হয়ে নিজের ছন্দে ফিরবেন তিনি ৷

এখন চিন্তার ভাঁজ পড়েছে ধারাবাহিক গুলির টিমের উপর ৷ অন্যদিকে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও এই একই ভাইরাসে আক্রান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.