ETV Bharat / sitara

Chinebadam: বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

author img

By

Published : Sep 16, 2021, 7:09 PM IST

Yash Dasgupta and Ena Saha enjoying shoot of Chinebadam
বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

এনা সাহা (Ena Saha) প্রযোজিত বাংলা ছবি 'চিনেবাদাম' (Chinebadam)-এর শুটিং দারুণ উপভোগ করছেন এনা ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷ একটি অ্যাপের মাধ্যমে বন্ধু খুঁজে পাওয়ার দাওয়াই দেবে এই ছবি ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: এনা সাহা (Ena Saha) প্রযোজিত বাংলা ছবি 'চিনেবাদাম' (Chinebadam)-এর শুটিং চলছে জোরকদমে । ইটিভি ভারত ভবানীপুরে শুটিংয়ের সেটে হাজির হয়ে কথা বলল নতুন জুটি এনা ও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে । খোশমেজাজে প্রশ্নের মুখোমুখি হলেন দু'জনেই ।

এর আগে এনা সাহার প্রযোজনায় 'এসওএস কলকাতা' (SOS Kolkata) করেছেন যশ । এবার প্রযোজক এনার সঙ্গে শিলাদিত্য মৌলিকের পরিচালনায় জুটি বাঁধছেন তিনি । যশ বলেন, "একসঙ্গে জুটি বেঁধে কাজ না-করলেও আমাদের অফস্ক্রিন বন্ডিং দারুণ । কাজ করতে এতটুকুও অসুবিধা হচ্ছে না । অনেকদিনই শুটিং করলাম । আমার চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত । আমি বিদেশ থেকে লেখাপড়া সেরে দেশে একটা অ্যাপ নিয়ে আসছি । অ্যাপের নাম 'চিনেবাদাম'। এই অ্যাপে মানুষ বন্ধু পাবে । ধরুন কারও ফুচকা খেতে ইচ্ছে হল, আর তাঁর চাই একজন ফুচকাসঙ্গী, সে ওই অ্যাপে ফুচকাসঙ্গী হিসেবে কাউকে পেয়ে যাবে ।"

Yash Dasgupta and Ena Saha enjoying shoot of Chinebadam
বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

আর এনার কথায়, "এখানে আমার চরিত্রের নাম তৃষা মুখোপাধ্যায় । আমাদের সকলের এখন বন্ধুত্ব হয়ে গিয়েছে ৷ আমাদের মোবাইল ফোন, অ্যাপ, সেটা আমাদের জন্য কতটা ভাল বা কতটা খারাপ কিংবা এটা আমাদের ঠিক কতটুকু ব্যবহার করা উচিত, সেটা দেখাতে চেয়েছি । বাকিটার জন্য অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত । কাজ চলছে ।"

আরও পড়ুন: Ekta Bhattacharya : পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা সত্যজিৎ রায়: একতা ভট্টাচার্য

বলতে দ্বিধা নেই, টলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে ৷ করোনা আবহে এই জুটি কেমন ধামাকা দেখায় সেটাই দেখার ।

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.