Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

author img

By

Published : Sep 16, 2021, 1:23 PM IST

legal notice to Gourab Chatterjee, Uttam Kumar's grand daughter Nabamita Chatterjee

অচেনা উত্তমের (Achena Uttam) সঙ্গে অতি উত্তমের (Ati Uttam) লড়াই ৷ আইনি নোটিস (Legal Notice) পাঠানো হল গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও 'ক্যামেলিয়া প্রোডাকশন হাউজ'কে ৷ এ ব্যাপারে মুখ খুলেছেন উত্তম কুমারের (Uttam Kumar) নাতনি নবমিতা চট্টোপাধ্যায় (Nabamita Chatterjee) ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: লড়াই এ বার 'অচেনা উত্তম' (Achena Uttam)-এর সঙ্গে 'অতি উত্তম' (Ati Uttam)এর । আইনি জটে জড়ালেন মহানায়ক (Uttam Kumar) পৌত্র অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)-সহ 'ক্যামেলিয়া প্রোডাকশন হাউজ' । তবে সমস্যা শিগগিরই মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় (Nabamita Chatterjee)৷

অতনু বসুর ছবি ‘অচেনা উত্তম'-এর প্রযোজনা সংস্থা 'অলকানন্দা আর্টস'-এর তরফ থেকে মঙ্গলবার সকালে আইনি নোটিস (Legal Notice) পাঠানো হয়েছে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনা সংস্থা 'ক্যামেলিয়া প্রোডাকশন' হাউস-কে । গৌরব ছাড়াও পরিবারের অন্যান্য চার সদস্যের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে । এঁরা নাকি চুক্তির শর্ত অমান্য করেছেন ।

'অচেনা উত্তম' ছবির প্রযোজক সংস্থা অলকানন্দা আর্টসের অভিযোগ, তাদের সঙ্গে উত্তম-পৌত্র গৌরব চট্টোপাধ্যায়ের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে স্পষ্ট ভাবে বলা ছিল যে, উত্তম কুমারের নাম ও ছবি অন্য ফিল্মে ব্যবহার করা যাবে না । অথচ সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অতি উত্তমের পোস্টারে মহানায়কের ছবির পাশাপাশি তাঁর নামও ব্যবহার করা হয়েছে ।

আরও পড়ুন: Mother India: আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া'

মহানায়কের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় (Nabamita Chatterjee) এ ব্যাপারে ইটিভি ভারতকে বলেন, "সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' দাদুর জীবনীচিত্র নয় । তবে ‘অচেনা উত্তম’ একটি জীবনীচিত্র । সৃজিত মুখোপাধ্যায় তাঁর ছবির জন্য শুধুমাত্র কয়েকটি ছবির ক্লিপিংস ব্যবহারের অনুমতি নিয়েছেন চট্টোপাধ্যায় পরিবারের কাছ থেকে । তার চেয়ে বেশি কিছু না । দুটোর গল্প সম্পূর্ণ আলাদা । কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে । দু‘টো দুই শহরের প্রযোজনা সংস্থা । কেউ কারও সঙ্গে বসতে চাইছে না । আমরাও আইনজীবীর সঙ্গে কথা বলছি । আশাকরি, কয়েকদিনের মধ্যেই সব মিটে যাবে ।"

আরও পড়ুন: Kolkatar Harry : প্রযোজক সোহম, ছোটদের জন্য আসছে কলকাতার হ্যারি

একবার নয়, একই বিষয়ধর্মী গল্প এসেছে বারবার । কিন্তু এ বার গল্প এক নয় । দু‘টি একেবারে দু'রকমের চরিত্র নিয়ে হজির হচ্ছে, এমনটাই দাবি মহানায়কের নাতনি নবমিতার । এই জট খুব তাড়াতাড়ি খুলে যাবে বলে আশাবাদী নবমিতা । বাকিটা সময়ের অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.