Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

author img

By

Published : Oct 8, 2021, 6:01 PM IST

sohini-sarkars-durga-puja-video-post-based-on-sujoy-prasad-chatterjees-concept

দেবীপক্ষে ভিডিয়ো পোস্ট করে মানবতার আরাধনার ডাক দিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ৷ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prasad Chatterjee) লেখার মাধ্যমেই তিনি একটি বিশেষ বার্তা দিতে চেয়েছেন ৷

কলকাতা, 8 অক্টোবর: সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prasad Chatterjee) লেখার মধ্যে দিয়ে মহালয়ায় মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। মহালয়ার (Mahalaya) লগ্নে, তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ।

দুর্গাকে (Durga Puja) দেবী হিসেবে পুজো করা হয় যে দেশে, সেই দেশেই আবার নারী অবহেলিত । প্রতিদিন নতুন নতুন ক্ষেত্রে জীবনের জয়গান গেয়ে চলা এই নারীদের উপর আমাদের দেশে অত্যাচারের শেষ নেই । ধর্ষণ, নারী নির্যাতন ক্রমবর্ধমান । সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে দিয়ে সোহিনী তাঁর মহালয়ার এই বিশেষ ভিডিয়োতে মানুষকে আহ্বান জানিয়েছেন এমন এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দেবীত্ব না, প্রাধান্য পাবে মানবিকতা । আর মানবিকতার আঙ্গিকেই নতুন করে মানুষকে মানুষের মতো করে চিনবে, জানবে মানুষ।

আরও পড়ুন: Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে

এই ভিডিয়োর বিষয়ে বলতে গিয়ে সোহিনী বলেন, "মহালয়া আমাদের প্রত্যেকের জীবনেই একটা উৎসবের বার্তা নিয়ে আসে । পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনালগ্নে এই শুভ দিনে প্রত্যেক বছরেই সোশ্যাল মিডিয়াতে ছবি, ভিডিয়ো পোস্ট করি । এবারে ভাবনা ছিল নতুন কিছু করার । অধিকাংশ সময় কবিতা পাঠ করি আমি, কিন্তু এ বারে পরিকল্পনা ছিল একটু অন্যরকম কিছু করব । সেখান থেকেই এই ভিডিয়োটির ভাবনার উৎপত্তি ৷ রণজয় (রণজয় বিষ্ণু) বলেছিল ভিডিয়োটির পরিচালনা করবে, আমার ভিডিয়োটি যিনি বানিয়েছেন সেই শাশ্বত, আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার শ্রেয়া সকলেই খুব এক্সাইটেড এই ভিডিয়ো নিয়ে । কিন্তু কীসের উপর ভিত্তি করে তৈরি হবে এই ভিডিয়ো ? এই প্রশ্ন উঠতেই আমার সুজয়দার শরণাপন্ন হওয়া । যখনই পড়াশোনার বিষয়ে কিছুতে আটকে যাই, তখনই সুজয়দার শরণাপন্ন হয়েছি বারবার । এ বারেও তাঁকেই বললাম । তখন তিনি এই লেখাটি আমাকে পাঠান । লেখাটা আমাদের প্রথমবার পড়েই অসাধারণ লেগেছিল, তারপর একদিন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে আমরা ভিডিয়োটা শুট করি । একান্ত ধন্যবাদ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে ৷ ভীষণ ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা লেখা আমায় লিখে দেওয়ার জন্য ।"

sohini-sarkars-durga-puja-video-post-based-on-sujoy-prasad-chatterjees-concept
ভিডিয়োর একটি দৃশ্যে সোহিনী

আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার

অন্যদিকে সুজয়প্রসাদ বলেন, "সোহিনী আমায় একদিন সকালে ফোন করে জানায় যে, ও একটা আগমনী বিষয়ক ভিডিয়ো করতে চায় ৷ আমি যদি ওকে কিছু লিখে দিই বা কোনও লেখা বেছে দিতে পারি । আমি তখন ভীষণ ব্যস্ত আমার ধারাবাহিকের শ্যুটিং নিয়ে ৷ সে দিনই সন্ধেবেলা ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছি, হঠাৎ করেই আমার মনে এই লাইনগুলো এল । মহালয়া ধর্ম অনুযায়ী দেবীপক্ষের সূচনা বটেই, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে যদি দেখা যায় তবে আমরা দেখব দেবী দুর্গার আরাধনা আসলে মানবতার পূজার্চনা । আমার মনে হয়েছিল যে, এ বারের আগমনী যেন দেবীপক্ষের সাথে সাথে মানব-মানবী পক্ষের শুভ সূচনা বয়ে আনে । লিঙ্গ নির্বিশেষে যেন মানবতার অর্চনা করতে পারি আমরা । দেবী হিসেবে যে নারীকে পুজো করা হয় আমাদের দেশে , সেই দেশে আবার ধর্ষণের সংখ্যাটা শুনলে আঁতকে উঠতে হয় । আমাদের দেশে নারীকে প্রতিদিন যে ভাবে বৈষম্যের শিকার হতে হয়, তাতে মানবতার আগমন একান্তভাবেই প্রয়োজনীয় । সেই কথা ভেবেই সোহিনীর জন্য আমার এই লেখা । আমার খুব প্রিয় মানুষ ও ভীষণ পছন্দের অভিনেত্রী সোহিনী । আমায় এই কাজ যে ও করতে বলেছে তাতে আমি ভীষণ আদৃত অনুভব করেছি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Rituparna Sengupta: সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

ভিডিয়োতে সোহিনীকে একেবারে সাদামাটা লুকে দেখা গিয়েছে । শহর কলকাতার নানা জায়গা উঠে এসেছে ভিডিয়োতে । বাদ পড়েনি কুমোরটুলি, ট্রাম লাইন, গড়ের মাঠ ।

আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.