ETV Bharat / sitara

"জয় শ্রী রাম" নিয়ে "টুইটার-যুদ্ধ" তথাগত-সায়নীর

author img

By

Published : Jan 15, 2021, 7:36 PM IST

bjp leader tathagata ray with sayani ghosh
bjp leader tathagata ray with sayani ghosh

'জয় শ্রী রাম' আর স্লোগান নেই, এটা এখন রণধ্বনিতে পরিণত হয়েছে - অভিনেত্রী সায়নী ঘোষের এই মন্তব্য়েই বেজায় চটেছেন তথাগত রায় । টুইটারে চলছে ভার্চুয়াল লড়াই ।

কলকাতা : রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সোশাল মিডিয়া প্রায় জ্বলছে । ভোট নয়, যেন কোনও যুদ্ধের আবহ তৈরি হয়েছে এই ভার্চুয়াল দুনিয়ায় । দলে দলে রেষারেষি, ব্যক্তিগত মতের অমিল, শিবির বদলের ধাক্কা..এই সবকিছু নিয়ে সরগরম টুইটার-ফেসবুক । এই দলে শামিল হলেন তথাগত রায় ও সায়নী ঘোষ ।

একটি টেলিভিশন চ্য়ানেলে এসে সায়নী মন্তব্য করেন যে, "জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, এটা কেন হবে ? উপরন্তু, এটি আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না । ঈশ্বরের নাম ভালোবেসে বলা উচিত । আজকাল বাইকে চেপে সব ছেলেরা এই স্লোগান দিতে দিতে যায়, মনে হয় যুদ্ধের ঘোষণা করা হচ্ছে ।"

সায়নীর এই মন্তব্যের পর নেটিজেনরা তাঁর বিরুদ্ধে গলা তোলেন । একজন আবার দাবি করেন, অভিনেত্রী নাকি দেশভাগের সময় মুসলিমদের 'অপরাধ'-এর বিষয়টি ভুলে গেছেন । এভাবে আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । তারপর মাঠে নামেন তথাগতবাবু ।

সায়নী 'টাইপের' মানুষকে মূর্খ বলে তোপ দাগেন তথাগত । 'সেকুলারপন্থী' মানুষদের সঙ্গে বামপন্থীদেরও কটাক্ষের মুখে ঠেলে দেন তিনি । লেখেন, "এই মূর্খামির দায় শুধু সায়নীর নয় । পশ্চিমবাংলার বাম ও সেকুলারপন্থীরা এদের শিখিয়েছে "ছি! এ সব বলতে নেই। করুক না ওরা (মুসলিম) কিছু হিন্দু খুন ও মেয়েদের ধর্ষণ। হোক না সওয়া কোটি হিন্দু গৃহহীন, পথের ভিখারি। ওরাও তো মানুষ"........."

সায়নীও এরপর পালটা লিখতে থাকেন সোশাল মিডিয়ায় । তবে তিনি ব্যাপারটা বেশি দূর গড়াতে চাননি । "কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়,

কথা না বাড়িয়ে সখা যাও তবে ঘর"- এই লিখে চুপ করে গেছেন ।

দেখে নিন সায়নীর পোস্ট..

সায়নীর পোস্ট
সায়নীর পোস্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.