Kangana Ranaut : বিতর্ক বাড়িয়ে এবার মহাত্মা গান্ধিকে নিশানা কঙ্গনার

author img

By

Published : Nov 17, 2021, 12:32 PM IST

Updated : Nov 17, 2021, 1:15 PM IST

Kangana Ranaut sparks fresh row, now targets Mahatma Gandhi

ফের নয়া বিতর্ক উস্কে দিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) ৷ তিনি এ বার নিশানা করেছেন মহাত্মা গান্ধিকে (Mahatma Gandhi)৷

মুম্বই, 17 নভেম্বর : ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের পেছনে যুক্তি খাড়া করতে গিয়ে এ বার মহাত্মা গান্ধিকে (Mahatma Gandhi) নিশানা করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরনো একটি সংবাদপত্রের ছবি তুলে ধরে তিনি লিখেছেন, "হয় আপনি গান্ধির ভক্ত, নয়তো নেতাজির ভক্ত ৷ আপনি দু'জনেরই ভক্ত হতে পারেন না ৷ যে কোনও একজনকে বেছে নিন এবং সিদ্ধান্ত নিন ৷" পরের পর পোস্টে জাতির জনককে নিশানা করে কঙ্গনা লিখেছেন, "বিচক্ষণতার সঙ্গে নিজের নায়ককে বেছে নিন ৷"

পদ্মশ্রী সম্মান পাওয়ার পর সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কঙ্গনা রাণাওয়াত ৷ সেখানে স্বাধীনতা এবং সিপাহী বিদ্রোহের প্রসঙ্গ উঠলে কঙ্গনা বলেন, "সাভারকর, লক্ষ্মীবাঈ এবং নেতাজি জানতেন, রক্তপাত এড়ানো যাবে না ৷ কিন্তু ভারতীয়দের রক্ত বয়ে যাক, তা কখনও চাননি তাঁরা ৷ তাঁরা জানতেন বলেই কড়া মূল্য চুকিয়েছেন ৷ ওটা স্বাধীনতা নয়, ভিক্ষা ছিল ৷ স্বাধীনতা বলতে যা বোঝায়, তা মিলেছে 2014 সালে ৷"

কঙ্গনার এই মন্তব্যের পরই ঝড় বয়ে যায় দেশজুড়ে ৷ অনেকেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ৷ তিনি দেশের স্বাধীনতা লাভকে অপমান করেছেন এই অভিযোগ তুলে তাঁর পদ্মশ্রী কেড়ে নেওয়ারও দাবি ওঠে ৷ তবে নিজের অবস্থান থেকে এতটুকুও না-সরে তাঁর মন্তব্যের সাফাই দিলেন কঙ্গনা ৷ আর সেটা করতে গিয়ে তিনি নয়া বিতর্কের সৃষ্টি করেছেন ৷

আরও পড়ুন: Kangana Ranaut: দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে 2014-তে, কঙ্গনার মন্তব্যে নিন্দার ঝড়

ইনস্টাগ্রাম স্টোরিতে 1940 সালের একটি সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরেছেন কঙ্গনা ৷ তার শিরোনামে লেখা রয়েছে, 'গান্ধি, অন্যরা নেতাজিকে অর্পণ করতে সম্মত হয়েছিলেন'৷ পরের ইনস্টাগ্রাম স্টোরিতেই তিনি লেখেন, নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস না-থাকলেও যাঁরা ধূর্ত ও ক্ষমতালোভী, তাঁরা স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন ৷

kangana-ranaut-sparks-fresh-row-now-targets-mahatma-gandhi
কঙ্গনার পোস্ট

মহাত্মা গান্ধিকে নিশানা করে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী লেখেন, "কয়েকজন আছেন যাঁরা আমাদের শিখিয়েছিলেন যে, কেউ তোমার একটা গালে চড় মারলে তুমি আর একটা গাল বাড়িয়ে দেবে ৷ এ ভাবেই স্বাধীনতা আসবে ৷ এ ভাবে কখনও স্বাধীনতা পাওয়া যায় না ৷ এ ভাবে ভিক্ষাই পাওয়া যায় ৷ নিজেদের নায়ককে বিচক্ষণতার সঙ্গে বেছে নিন ৷"

আরও পড়ুন: Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন

গান্ধিজি কখনও ভগৎ সিং ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন করেননি বলে দাবি করেন কঙ্গনা ৷ তিনি বলেন, "আপনি কাকে সমর্থন করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে ৷ কারণ আপনার স্মৃতিতে সবাইকে এক সারিতে বসিয়ে প্রতি বছর তাঁদের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানোটাই সবকিছু নয় ৷ আসলে এটা শুধু নির্বোধের মতো কাজই নয়, এটা খুবই দায়িত্বজ্ঞানহীনতা ও সুপারফিশিয়াল ৷ প্রত্যেকেরই তাঁদের ইতিহাসকে ও তাঁদের নায়কদের সম্পর্কে জানা উচিত ৷"

আরও পড়ুন : Kangana Ranaut : স্বাধীনতা নিয়ে বক্তব্য ভুল প্রমাণ করতে পারলে পদ্মশ্রী ফেরানোর চ্যালেঞ্জ কঙ্গনার

Last Updated :Nov 17, 2021, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.