ETV Bharat / sitara

মৃত্যুর পর সব সৃষ্টি ধ্বংস করার নির্দেশ, প্রকাশ্যে কবীর সুমনের ইচ্ছাপত্র

author img

By

Published : Oct 25, 2020, 7:03 AM IST

kabir suman creation to be ruined
kabir suman creation to be ruined

সংবেদনশীল মানুষদের অনেক ভাবনাই ঠিক বুঝে ওঠা যায় না । তাঁদের উপলব্ধি ঠিক বোধগম্য় হয় না সাধারণ মানুষের । তবে সেই সব উপলব্ধির মধ্যে আসলে কী থাকে ? গভীর দার্শনিকতা নাকি অভিমান ?

কলকাতা : বাংলা আধুনিক গানে এক বিশাল পরিবর্তন এনেছিলেন কবীর সুমন । নতুন ধরনের বাংলা গানের পুরোধা বলা চলে তাঁকে । তাঁর গানের কথা শ্রোতাদের পাগল করে দেয়, তাঁর সৃষ্টির চেতনা সমাজকে নিয়ে ভাবতে শেখায় । গান যে শুধুমাত্র বিনোদন নয়, তা বুঝিয়েছিলেন সুমন । মৃত্যুর পর তাঁর এই সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার নির্দেশ দিলেন শিল্পী ।

স্বহস্তে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করেছেন কবীর সুমন । সেখানে পরিষ্কার করে লেখা যে,তাঁর মৃত্যুর পর যেন তাঁর সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেওয়া হয় । পান্ডুলিপি, রচনা, গান, স্বরলিপি, রেকর্ডিং, হার্ডডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা...সব । এমনকি তাঁর ব্যবহৃত বাদ্যযন্ত্রকেও ধ্বংস করার নির্দেশ দিয়েছেন শিল্পী ।

এই কথার অন্যথা হলে সেটা কিন্তু সুমনের অপমান, এটাও মনে করিয়ে দিয়েছেন শিল্পী । তাঁর এই পোস্ট ঘিরে এখন তোলপাড় চলছে বঙ্গ সংস্কৃতি মহলে । এটা কি তাহলে কবীর সুমনের ভিতরে জমে থাকা অভিমান বা ক্ষোভ ? নাকি কোনও দার্শনিক উপলব্ধি ? প্রশ্ন তুলছেন অনেকেই ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কবীর সুমনের ফেসবুক পেজটি দেখলে বোঝা যাবে, তাঁর মধ্য়ে অনেক অভিমান জমে রয়েছে । শুধু নিজের কারণে নয়, এই সমাজের প্রতি হওয়া অনেক অন্যায়, দ্বিচারিতাকে উনি মেনে নিতে পারেননি । তাঁর এই পোস্ট দেখেও সেটাই অনুমান করা যায় । যোগ্য় উত্তরসুরীর অভাবে কি সত্যিই ধ্বংস হয়ে যাবে তাঁর সৃষ্টি ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.