IFFI : মার্কিন ও হাঙ্গেরির চিত্রনির্মাতাকে সত্যজিৎ রায় পুরস্কার, বিশেষ সম্মান হেমা-প্রসূনকে

author img

By

Published : Nov 18, 2021, 5:21 PM IST

IFFI: Satyajit Ray Lifetime Achievement Award to American and Hungarian filmmaker, special honour for Hema Malini, announced Anurag Thakur

এ বছর দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (International Film Festival of India) আসরে বছরের সেরা ফিল্ম ব্যক্তিত্বের সম্মান (Indian Film Personality of the Year) দেওয়া হচ্ছে হেমা মালিনী (Hema Malini) ও প্রসূন যোশিকে (Prasoon Joshi)৷ এ কথা ঘোষণা করেন অনুরাগ ঠাকুর(Anurag Thakur) ৷

নয়াদিল্লি, 18 নভেম্বর: চলতি বছর দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (International Film Festival of India) আসরে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ারের (Indian Film Personality of the Year) সম্মান দেওয়া হচ্ছে হেমা মালিনী (Hema Malini) ও প্রসূন যোশিকে (Prasoon Joshi)৷ নয়াদিল্লিতে এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)৷ তিনি জানান, এ বছর সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে মার্কিন চলচ্চিত্রকার মার্টিন স্করসেসে এবং হাঙ্গেরির চিত্রনির্মাতা ইস্তভান এসজাবোকে ৷

গোয়াতে এ বছর 20 থেকে 28 নভেম্বর বসছে 52তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আসর ৷ এ বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) অন্তর্ভুক্ত করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মকেও ৷ উৎসব শুরুর আগে আজ সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এ বছর ভারতীয় ফিল্মের সেরা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা হবে হেমা মালিনী ও প্রসূন যোশিকে ৷ অনুরাগ ঠাকুর বলেন, "হেমা মালিনী ও প্রসূন যোশি ভারতীয় সিনেমায় কয়েক দশক ধরে অবদান রেখেছেন এবং তাঁদের কাজের দ্বারা প্রজন্মের পর প্রজন্ম দর্শকরা মুগ্ধ হয়েছেন ৷ তাঁরা হলেন ভারতীয় সিনেমার আইকন যাঁদের সারা বিশ্ব শ্রদ্ধা করে ৷"

আরও পড়ুন: Preity Zinta: যমজ সন্তান এল প্রীতি-জিনের কোলে

এ বছর ইফির 'হোমেজ' বিভাগে দেখানো হবে ট্যাভারনিয়ারের 'আ সানডে ইন দ্য কান্ট্রি', রিডলি স্কটের 'অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড', জুলিয়ান স্ক্যানাবেলের 'অ্যাট ইটার্নিটিস গেট'-সহ বেশ কয়েকটি ছবি ৷ গোয়া সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে 52তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আয়োজন করেছে ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷

আরও পড়ুন: Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.