ETV Bharat / sitara

Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

author img

By

Published : Oct 15, 2021, 10:31 AM IST

cruise-ship-drug-raid-case-aryan-khans-family-sends-money-order-of-rs-4500-to-arthur-road-prison
জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

আর্থার রোড সংশোধনাগারের কমন সেলে রয়েছেন আরিয়ান খান (Aryan Khan) ৷ জেলে তাঁর খরচাপাতি চালানোর জন্য পরিবারের থেকে 4500 টাকা মানি অর্ডার করে পাঠানো হয়েছে ৷ জেল সুপার এ কথা জানিয়েছেন ৷

মুম্বই, 15 অক্টোবর: জেলবন্দি আরিয়ান খানের (Aryan Khan) জন্য আর্থার রোড সংশোধনাগারে (Arthur Road Jail) এল 4,500 টাকার মানি অর্ডার (money order) ৷ এ কথা জানিয়েছেন সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট ৷

মুম্বই ক্রুজের মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়ায় বর্তমানে তিনি আর্থার রোড সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ সেখানকারই সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, গত 11 অক্টোবর আরিয়ান খানের পরিবারের তরফ থেকে পাঠানো 4,500 টাকা মানি অর্ডার এসেছে ৷ তা গ্রহণ করেছে জেল কর্তৃপক্ষ ৷ নিয়ম অনুযায়ী সংশোধনাগারে নিজের খরচ চালানোর জন্য সর্বাধিক 4,500 টাকার মানি অর্ডার পেতে পারেন জেলবন্দি ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (Narcotic Control Bureau) হাতে ধৃত আরিয়ান খান ও বাকি পাঁচজনকে মুম্বইয়ের আর্থার রোড সংশোধনাগারের সাধারণ বন্দিদের জন্য তৈরি সেলেই রাখা হয়েছে ৷ বৃহস্পতিবার তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁদের এই সেলে স্থানান্তরিত করা হয় ৷ কোভিডের রিপোর্ট আসার আগে পর্যন্ত আর্থার রোড সংশোধনাগারের কোয়ারান্টাইন ব্যারাকে আরিয়ানদের রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

গত 2 অক্টোবর প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে ৷ মুম্বই উপকূলে প্রমোদতরীতে ভেসে বেড়ানোর জন্য জনপ্রতি 75,000 টাকার টিকিট রাখা হয়েছিল ৷ এনসিবি-র আধিকারিকরা সাধারণ যাত্রী সেজে নিজেদের জন্য সেখানে টিকিট বুক করেন ৷ ক্রুজে উঠে তাঁরা দেখেন, অনেক যাত্রীই মাদক সেবন করছেন ৷ তখনই পুরো টিম নিয়ে রেইড করে এনসিবি ৷ 2 জন মহিলা-সহ আটক করা হয় 8 জনকে ৷ যাঁদের মধ্যে ছিলেন আরিয়ান খানও ৷

আরও পড়ুন: Aryan Khan : ‘খান’ পদবির জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.