ETV Bharat / bharat

Aryan Khan : ‘খান’ পদবির জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

author img

By

Published : Oct 11, 2021, 8:04 PM IST

BJP tears into Mehbooba Mufti for supporting Aryan Khan
Aryan Khan : ‘খান’ পদবীর জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

শাহরুখপুত্র আরিয়ান খানের পাশের থাকার বার্তা দিয়েছিলেন মেহবুবা মুফতি ৷ তাঁর অভিযোগ ছিল, শুধুমাত্র ‘খান’ পদবির জন্যই আরিয়ানকে নিশানা করা হচ্ছে ৷ পাল্টা মেহবুবার গায়ে এবার জঙ্গি-দরদী তকমা সেঁটে দিল বিজেপি ৷

লখনউ, 11 অক্টোবর : শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan) প্রসঙ্গ টেনে পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) নিশানা করল বিজেপি ৷ সম্প্রতি, আরিয়ানের পাশে থাকার বার্তা দিয়ে টুইট করেছিলেন মেহবুবা ৷ বিজেপির দাবি, মেহবুবার হৃদয় সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদীদের জন্য কাঁদে ৷ আর তাই তিনি সাধারণ মানুষের, কৃষকের সমস্যা বোঝেন না ৷

আরও পড়ুন : Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার

এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না (Ravindra Raina) বলেন, ‘‘আল-কায়দা এবং তালিবানের প্রতি সহানুভূতি রয়েছে মেহবুবা মুফতির ৷ তিনি সবসময় রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করেন ৷ তিনি যে পক্ষপাতদুষ্ট, তা গোটা বিশ্ব জানে ৷’’

প্রসঙ্গত, রবীন্দ্র রায়নার এই মন্তব্যের আগে মুফতি বলেছিলেন, শাহরুখ খানের ছেলেকে শুধুমাত্র তাঁর ‘খান’ পদবির জন্যই নিশানা করা হচ্ছে ৷ কোটি কোটি ভোট ব্যাঙ্ককে খুশি করতেই বিজেপি এইসব করাচ্ছে ৷ একটি টুইটে মেহবুবা লেখেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মারলেন ৷ সেখানে সরকার কোনও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করল না ৷ বদলে কেন্দ্রীয় সংস্থাগুলি 23 বছরের একটি ছেলের পিছনে পড়ে রয়েছে ৷ কেবলমাত্র তাঁর খান পদবির জন্য এমনটা করা হচ্ছে ৷ বিজেপি তার কোটি কোটি ভোট ব্যাঙ্ককে খুশি করার জন্য এই কাজ করছে ৷ যা চূড়ান্ত অবিচার ৷’’

আরও পড়ুন : Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড

এক্ষেত্রে মেহবুবা যে লখিমপুর খেরি কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রর কথা বলেছেন, তা সহজেই বোঝা যায় ৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর ছেলে ৷ স্বাভাবিকভাবেই বিজেপি সরকারের এক মন্ত্রীর ছেলেকে এভাবে আক্রমণ করাটা ভালভাবে নেয়নি গেরুয়া শিবির ৷ আর সেই কারণেই পাল্টা মেহবুবাকে নিশানা করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.