ETV Bharat / sitara

NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

author img

By

Published : Oct 3, 2021, 2:54 PM IST

NCB acting in impartial manner, NCB chief SN Pradhan after detaining SRK's son Aryaan Khan in cruise drugs party case
ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মাদক মামলায় ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে ৷ মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি (Cruise Drugs Party Case) থেকে শাহরুখ খানের ছেলে (SRK's son) আরিয়ান খানের (Aryaan Khan) আটক হওয়ার ঘটনায় এমনই দাবি করলেন এনসিবি প্রধান (NCB Chief) এসএন প্রধান (SN Pradhan)৷

মুম্বই, 3 অক্টোবর: মাদক মামলায় ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ জড়িয়ে পড়ুক, বা কোনও ধনী ব্যক্তি, আইন সবার জন্যই সমান ৷ আর এ ক্ষেত্রে তদন্তও হবে নিরপেক্ষ ভাবে ৷ মুম্বইয়ে প্রমোদ তরীতে মাদক পার্টি (Cruise Drugs Party Case) থেকে শাহরুখ খানের পুত্র (SRK's son) আরিয়ান খানকে (Aryaan Khan) আটক করার ঘটনায় এ কথা বললেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর প্রধান (NCB Chief) এসএন প্রধান (SN Pradhan)৷

মুম্বই-গোয়ার তটে প্রমোদ তরীর মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে আটক করেছে এনসিবি ৷ সেই তালিকায় রয়েছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রযোজক গৌরী খানের ছেলে আরিয়ান খান (Aryaan Khan)৷ এনসিবি মুম্বইয়ের অধিকর্তা সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, মুম্বইয়ের উপকূলে ক্রুজে মাদক পার্টিতে হানা দিয়ে যাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁরা হলেন, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইসমীত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকের ও গোমিত চোপড়া ৷ এনসিবি অধিকর্তা এসএন প্রধান জানিয়েছেন যে, "এটা গত 2 সপ্তাহ ধরে করা কঠিন তদন্তের ফল ৷ এর সঙ্গে বলিউডের কয়েকজনের যোগ থাকার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে ৷"

আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

মাদক বিরোধী অভিযানে মুম্বইয়ের উপর যে বিশেষ নজর ছিল তা জানিয়েছেন এসএন প্রধান ৷ তাঁর কথায়, "আমাদের মুম্বইয়ের উপর নজর রেখে যেতে হবে ৷ আপনারা যদি তথ্য ঘেঁটে দেখেন তাহলে দেখবেন, গত এক বছরে 300-রও বেশি রেইড হয়েছে ৷ এটা চলতে থাকবে, তা সে বিদেশি কেউ হোক, বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ বা ধনী কেউ এর সঙ্গে যুক্ত হোক ৷" প্রধান আরও বলেছেন, "আমরা নিরপেক্ষ ভাবে কাজ করছি ৷ এই প্রক্রিয়ায় বলিউডের সঙ্গে যুক্ত বা ধনী কোনও ব্যক্তি জড়িত হন, তাহলে তাঁদের বিরুদ্ধেও তদন্ত হবে ৷ আইনের আওতায় থেকে আমরা কাজ করে যাব ৷"

মাদক পার্টিতে আটক আরিয়ান-সহ 8

আরও পড়ুন: Narcotics Control Bureau : মাঝসমুদ্রে ক্রুজে হানা এনসিবি'র, বলিউড সুপারস্টারের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ

মুম্বই উপকূলে প্রমোদ তরীতে ভেসে বেড়ানোর জন্য জনপ্রতি 75,000 টাকার টিকিট রাখা হয়েছিল ৷ এনসিবি-র আধিকারিকরা সাধারণ যাত্রী সেজে নিজেদের জন্য সেখানে টিকিট বুক করেন ৷ ক্রুজে উঠে তাঁরা দেখেন, অনেক যাত্রীই মাদক সেবন করছেন ৷ তখনই পুরো টিম নিয়ে রেইড করে এনসিবি ৷ 2 জন মহিলা-সহ আটক করা হয় 8 জনকে ৷ যাঁদের মধ্যে ছিলেন আরিয়ান খানও ৷ এরপর ক্রুজটিকে মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে ফিরিয়ে নিয়ে যেতে বলা হয় ৷ ক্রুজে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোকেন, চরস-সহ অন্যান্য মাদক উদ্ধার করেছে এনসিবি ৷

আরও পড়ুন: Female Priests in Serial : ধারাবাহিকেও মহিলা পুরোহিত , কন্যাদান হবে না ঋষি-পিহুর বিয়েতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.