ETV Bharat / sitara

Celebrities remembering 26/11 Mumbai Attacks: ভুলব না, ক্ষমা করব না ! 13 বছর পূর্তিতে বলি সেলেবদের পোস্টে 26/11

author img

By

Published : Nov 26, 2021, 4:24 PM IST

Akshay Kumar to Anil Kapoor, celebities tribute to martyrs of 26/11 Mumbai Terror Attacks on its 13th annivesary
ভুলব না, ক্ষমা করব না ! 13 বছর পূর্তিতে বলি সেলেবদের পোস্টে 26/11

26/11 মুম্বই হামলার 13 বছর পূর্তিতে সেই ভয়ংকর দিনের কথা স্মরণ করলেন বলিউডের সেলিব্রিটিরা ৷ অক্ষয় কুমার, অনিল কাপুর, অনুপম খের-সহ আরও অনেকে কুর্নিশ জানালেন শহিদ জওয়ানদের (martyrs of 26/11 Mumbai Terror Attacks)৷

মুম্বই, 26 নভেম্বর: 26/11 মুম্বই হামলার 13 বছর (13th anniversary of 26/11 attack) পূর্ণ হল আজ ৷ 2008 সালে এই দিনেই মায়ানগরীকে ক্ষতবিক্ষত করেছিল সন্ত্রাসবাদের কালো হাত ৷ প্রাণ গিয়েছিল দেড়শোরও বেশি মানুষের ৷ পাকিস্তানি জঙ্গিদের থেকে দেশবাসীকে রক্ষা করতে গিয়ে টানা চারদিনের লড়াইয়ে শহিদ হয়েছিলেন 18 জন নিরাপত্তা কর্মী ৷ আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের তারকারা (Celebrities remembering 26/11 Mumbai Attacks)৷ অক্ষয় কুমার থেকে অনিল কাপুর, অনুপম খের থেকে রবীনা ট্যান্ডন - অনেকেই কুর্নিশ জানিয়েছেন জওয়ানদের আত্মবলিদানকে (martyrs of 26/11 Mumbai Terror Attacks)৷

দেশের সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ টুইট করে অক্ষয় কুমার (Akshay Kumar's tribute to victims of 26/11) লেখেন, "মুম্বইয়ের ভয়ংকর সন্ত্রাসবাদী হামলার আজ 13 বছর ৷ যাঁরা প্রিয়জনেদের হারিয়েছেন তাঁদের স্মরণ করছি ৷ আমাদের শহরকে সুরক্ষিত রাখার জন্য যে সাহসী জওয়ানরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের প্রতি আমার হার্দিক শ্রদ্ধা রইল ৷"

  • It’s been 13 years since the horrific #MumbaiTerrorAttack. Remembering all those who lost their lives and loved ones. My heartfelt tribute to all the bravehearts who sacrificed their lives safeguarding our city 🙏🏻

    — Akshay Kumar (@akshaykumar) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন বলিউডের আর এক অভিনেতা অনিল কাপুরও (Anil Kapoor's tribute to 26/11 Mumbai Terror Attacks) ৷ তাঁর কথায়, "13 বছর কাটলেও আমরা সেই শহিদদের ভুলিনি যাঁরা 26/11 হামলায় নিজেদের জীবন বলিদান দিয়ে অন্যের জীবন বাঁচিয়েছিলেন ৷ তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা সন্ত্রাস থেকে ভাল হওয়ার শপথ নিই ৷"

  • 13 years later, we haven't forgotten the martyrs who saved lives by sacrificing their own in the 26/11 attacks...in their memory, let's vow to be better than terror 🙏

    — Anil Kapoor (@AnilKapoor) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 13th anniversary of 26/11 attack : 26/11-র 13 বছর, আজও ট্র্যাপিজের সুতোয় ভারত-পাক সম্পর্ক

মুম্বই সন্ত্রাস হামলার (Mumbai Terror Attacks) ঘটনা স্মরণ করে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher remembering 26/11 Mumbai Attacks)৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "কখনও ভুলব না, কখনও ক্ষমা করব না ৷"

একই কথা লিখেছেন অভিনেতা রণবীর শোরে ৷

মুম্বই সন্ত্রাস হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন চিত্রপরিচালক মধুর ভাণ্ডারকর (Madhur Bhandarkar on Mumbai Attacks)৷

আরও পড়ুন: 13th anniversary of 26/11 Attack : 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের

এ ছাড়াও রবীনা ট্যান্ডন, বিপাশা বসু-সহ আরও অনেক সেলিব্রিটি 26/11 মুম্বই হামলার স্মরণে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ কুর্নিশ জানান শহিদ জওয়ানদের ৷

  • 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 26/11 Never Forgive Never Forget. pic.twitter.com/NXtEEk3LrC

    — Raveena Tandon (@TandonRaveena) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.