ETV Bharat / sitara

নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যানের জের ? মধ্যপ্রদেশে বন্ধ 'শেরনি'-র শুটিং

author img

By

Published : Nov 30, 2020, 2:47 PM IST

সূত্রের খবর, বিদ্যা বালনকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ । আর তা তিনি প্রত্যাখ্যান করার পরই ওই ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ।

asdf
োে্

ভোপাল : কোরোনা সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা মেনেই অক্টোবরের শেষের দিকে মধ্যপ্রদেশে শুরু হয়েছিল 'শেরনি'-র শুটিং । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালনকে । কিন্তু সেই ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী বিজয় শাহ ।

দেশে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে ছবির শুটিং শুরু হয়েছিল । পরে তা বন্ধ করে দেওয়া হয় । এরপর সরকারি অনুমতি নিয়ে ফের শুরু হয় শুটিং । সেই মতো মধ্যপ্রদেশে ছবির শুটিং করতে যায় 'শেরনি'-র টিম । প্রায় এক মাস ধরে মধ্যপ্রদেশেই রয়েছে তারা ।

সূত্রের খবর, এরই মধ্যে নাকি বিদ্যা বালনকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ । আর তা তিনি প্রত্যাখ্যান করার পরই ওই ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয় । মধ্যপ্রদেশের এক বনাঞ্চলে কয়েকটি দৃশ্য শুট করার কথা ছিল । সেই মতো শুটিংয়ের জন্য গাড়ি নিয়ে সেখানে যাচ্ছিলেন ছবির কলাকুশলীরা । অভিযোগ, সেই সময় তাঁদের বাধা দেন বালাঘাটের জেলা বনাধিকারিক ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী । পালটা তাঁর দাবি, শুটিং বন্ধ করা হয়নি । এই প্রসঙ্গে একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "আমি আসলে বালাঘাটে ছিলাম । তখন তারা শুটিংয়ের জন্য আমার কাছে অনুমতি চেয়েছিল । এরপর আমাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিল । কিন্তু, ব্যস্ত থাকায় আমি জানিয়ে দিই যে এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় । যখন মহারাষ্ট্রে যাব তখন দেখা করব । লাঞ্চ বা ডিনার বাতিল করা হয়েছে । ছবির শুটিং নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.