ETV Bharat / sitara

'শেরনি'-র শুটিং শুরু করলেন বিদ্যা

author img

By

Published : Oct 21, 2020, 6:59 PM IST

আজ এই ছবির নির্মাতাদের তরফে একটি ছবি শেয়ার করা হয় । সেখানে খোলা আকাশের নিচে বসে পুজো করতে দেখা গিয়েছে বিদ্যাকে । তাঁর পরনে নীল জিন্স, কালো প্রিন্টেড টপ ও মুখে মাস্ক । আর বাকি কলাকুশলীদের পরনে রয়েছে PPE ।

asd
asd

ভোপাল : কোরোনা পরিস্থিতির মধ্যে অন্য তারকাদের মতো এবার আপকামিং ছবি 'শেরনি'-র শুটিং শুরু করলেন বিদ্যা বালন । মধ্যপ্রদেশে চলছে এই ছবির শুটিং ।

চলতি বছরের মার্চেই শুরু হয়েছিল 'শেরনি'-র শুটিং । কিন্তু, তারপর দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করে দেওয়া হয় । এরপর কাজ বন্ধ করে বাড়িতেই বসেছিলেন বিদ্যা । তবে আনলক এর প্রক্রিয়া শুরু হওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফে শুটিংয়ের অনুমতি দেওয়া হয় । সেই মতো একাধিক ছবির শুটিং শুরু করা হয়েছে । দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও চলছে শুটিংয়ের কাজ । আর এবার শুটিং শুরু করলেন বিদ্যা ।

আজ এই ছবির নির্মাতাদের তরফে একটি ছবি শেয়ার করা হয় । সেখানে খোলা আকাশের নিচে বসে পুজো করতে দেখা গিয়েছে বিদ্যাকে । তাঁর পরনে নীল জিন্স, কালো প্রিন্টেড টপ ও মুখে মাস্ক । আর বাকি কলাকুশলীদের পরনে রয়েছে PPE ।

এই ছবিতে একজন বনদপ্তরের আধিকারিকের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে । ছবিটি পরিচালনা করছেন অমিত মাসুরকর ।

কাজের দিক থেকে শেষবার 'শকুন্তলা দেবী'-তে দেখা গিয়েছিল বিদ্যাকে । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.