ETV Bharat / sitara

OTT-তে মুক্তি পাবে 'সূর্যবংশী' ও '83' ?

author img

By

Published : Aug 23, 2020, 12:59 PM IST

asd
asd

ছবি দুটিকে ডিজিটালে রিলিজ় করা প্রসঙ্গে রিলায়েন্স এন্টারটেনমেন্টের CEO শিবাশিস সরকার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আমরা 100 শতাংশ চাই যেন ছবি দুটি হলে মুক্তি পায় । তবে আমরা আর দেরি করতে চাই না । দিওয়ালি ও ক্রিসমাসে পরিস্থিতি ঠিক না হলে আর ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেব না । আমাদের প্রথম ইচ্ছে যে ছবিগুলি থিয়েটারে মুক্তি পাক ।"

মুম্বই : শুটিং থেকে শুরু করে এডিটিং সব শেষ । মুক্তির অপেক্ষায় রয়েছে 'সূর্যবংশী' ও '83'। কথা ছিল এ বছরের মার্চে মুক্তি পাবে ছবি দুটি । কিন্তু, কোরোনাভাইরাস দেশে থাবা বসানোর কারণে তা আর সম্ভব হয়নি । এ বছরের শেষের দিকে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী নির্মাতারা । আসলে তাঁরা চান ছবি দুটি যেন মুক্তি পায় সিনেমা হলে । তবে বছরের শেষের দিকে পরিস্থিতি ঠিক না হলে আর অপেক্ষা করতে চান না তাঁরা । সেই সময় ছবি দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ় করা হতে পারে ।

রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'-র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ । অক্ষয়ের চরিত্রের নাম ACP ভীর সূর্যবংশী । একজন ATS-এর চিফ । সন্ত্রাসবাদীদের হাত থেকে কীভাবে মুম্বইকে বাঁচাবেন সেটাই তুলে ধরা হবে ছবিতে । এছাড়া ছবির ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগন ও রণবীর সিংকে । মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি ।

অন্যদিকে, রণবীর সিং অভিনীত ছবি '83'। সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন তিনি । ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে । 1983 সালে ভারতের বিশ্বকাপ জয়কে কেন্দ্র করেই ছবিটি তৈরি করা হয়েছে । কবীর খান পরিচালিত এই ছবি মুক্তির পাওয়ার কথা ছিল এপ্রিলে ।

কিন্তু, মার্চের শুরুর দিকেই দেশে থাবা বসায় কোরোনা । বন্ধ হয়ে যায় ছবির শুটিং ও সিনেমা হল । তার সঙ্গেই পিছিয়ে যায় বলিউডের একাধিক বিগ বাজেটের ছবি মুক্তির তারিখ । সেই তালিকায় ছিল 'সূর্যবংশী' ও '83'। এদিকে সেই সময় ডিজিটালে মুক্তি পায় একাধিক ছবি । কিন্তু, প্রথম থেকেই এই ছবি দুটি ডিজিটালে রিলিজ় করার পক্ষে ছিলেন না নির্মাতারা । বছরের শেষের দিকে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তাঁরা ।

এ প্রসঙ্গে একটি টুইট করা হয় রিলায়েন্স এন্টারটেনমেন্টের তরফে । জানানো হয়, "দিওয়ালি ও ক্রিসমাসে মুক্তি পাবে 'সূর্যবংশী' ও '83'। সেই সময় পরিস্থিতি ঠিক হয়ে সিনেমা হল খুলে যাবে বলে আশাবাদী আমরা ।"

  • We are very confident that the ongoing theatrical exhibition situation will improve much in time for the release of our awaited films, Sooryavanshi and 83, this Diwali and Christmas, respectively. pic.twitter.com/sHr0fhMgBm

    — Reliance Entertainment (@RelianceEnt) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবি দুটিকে ডিজিটালে রিলিজ় করা প্রসঙ্গে রিলায়েন্স এন্টারটেনমেন্টের CEO শিবাশিস সরকার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আমরা 100 শতাংশ চাই যেন ছবি দুটি হলে মুক্তি পায় । তবে আমরা আর দেরি করতে চাই না । দিওয়ালি ও ক্রিসমাসে পরিস্থিতি ঠিক না হলে আর ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেব না । আমাদের প্রথম ইচ্ছে যে ছবিগুলি থিয়েটারে মুক্তি পাক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.