ETV Bharat / sitara

নস্ট্যালজিক লারা..

author img

By

Published : May 12, 2020, 11:27 PM IST

2000 সালের 12 মে আর 2020 সালের 12 মে । পার্থক্য 20 বছরের । মাঝে বয়ে গেছে অনেকটা সময় । 20 বছর আগের একটি বিশেষ দিন মনে করে নস্ট্যালজিক লারা দত্ত ।

Lara Dutta takes fans back to her Miss Universe crowning moment in 2000
Lara Dutta takes fans back to her Miss Universe crowning moment in 2000

মুম্বই : আজ থেকে 20 বছর আগে আজকের দিনেই মিস ইউনিভার্সের খেতাব উঠেছিল মাথায় । সেই বিশেষ দিনটিকে মনে করলেন অভিনেত্রী ও মডেল লারা দত্ত ।

সেই ইভেন্টের কয়েকটি ছবি শেয়ার করেছেন লারা । কোনও ছবিতে তিনি টকটকে লাল গাউনে, কোনও ছবিতে আবার গোলাপি বিকিনিতে । আত্মবিশ্বাস আর সৌন্দর্য্যের আভায় সত্য়িই চোখ ফেরোনা যাচ্ছিল না লারার দিক থেকে ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "20 বছর আগে আজকের দিনটাতে..2000 সালের 12 মে, নিকোসিয়া, সাইপ্রাস । এই পৃথিবী থেকে কি সুন্দর একটা উপহার পেয়েছিলাম আমি !"

এর ঠিক 3 বছর পর বলিউডে পা রাখেন লারা । ছবির নাম 'আন্দাজ' । এখন অভিনয় ছাড়াও আন্তর্জাতিক মঞ্চে মডেলদের মেন্টর হিসেবে কাজ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.