ETV Bharat / sitara

কোরোনা আতঙ্ক : চিনাদের খাদ্যাভ্য়াস নিয়ে ক্ষোভপ্রকাশ ইমরানের

author img

By

Published : Mar 27, 2020, 10:20 AM IST

Emraan HAshmi on chinese food habit
Emraan HAshmi on chinese food habit

কোরোনায় থাবায় সারা পৃথিবী থমকে গেছে । শোনা গেছে চিনের উহান শহরের এক ব্যক্তি বিষাক্ত বাদুড় খেয়ে নেওয়াতেই কোরোনা জীবাণটির সূত্রপাত হয়েছে । প্রথমে সেই ব্যক্তি আক্রান্ত হয়েছেন আর ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়েছে বিশ্বব্যাপী । সিনেমার মতো মনে হলেও এটা সত্যি । বিষয়টি নিয়ে অভিনেতা ইমরান হাশমি ক্ষোভপ্রকাশ করলেন সোশাল মিডিয়ায় ।

মুম্বই : যদিও এখনও কোরোনার উৎস সম্পর্কে কোনও বৈজ্ঞানিক সংজ্ঞা পাওয়া যায়নি, তবুও ইমরান হাশমির ধারণা যে, চিনে কোথাও কেউ একজন বিষাক্ত বাদুড় খেয়ে নেওয়াতেই এই জীবাণুর জন্ম হয়েছে । শুধু ইমরান নন, অনেক সংবাদমাধ্যমেই এরকম অনেক থিওরি প্রকাশ পেয়েছে এই মাস দুয়েকের মধ্য়ে ।

টুইটারে ইমরান লিখেছেন, "হাজার মাইল দূরে কেউ একজন বাদুড়ের স্বাদ পেতে চেয়েছিল এবং তাই আজ এই অবস্থা ।"

সাম্প্রতিক খবর অনুযায়ী, পৃথিবী জুড়ে আধ মিলিয়ন মানুষ কোরোনায় আক্রান্ত । তার মধ্যে 22 হাজার মানুষ মৃত । ভারতে 694 জন মানুষ কোরোনায় আক্রান্ত, যার মধ্য়ে 16টি মৃত্যুর খবর সামনে এসেছে । আপাতত 21 দিনের লকডাউনে রয়েছে দেশ । IANS সূত্রে জানা যাচ্ছে এই তথ্য ।

  • And all this because some person thousands of miles away wanted to have a freakish culinary experience like eating a BAT ...🙄😷🥴

    — Emraan Hashmi (@emraanhashmi) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য়দিকে ইমরানের 'চেহরে'-র কো-স্টার অমিতাভ বচ্চন একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তিনি বলছেন যে, মাছিদের মাধ্য়মে ছড়াতে পারে কোরোনা । কারণ মলমূত্রের উপর বসে মাছিরা । যদিও স্বাস্থ্য দপ্তর এই তথ্য বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.