ETV Bharat / sitara

পিছিয়ে গেল 'সূর্যবংশী' মুক্তির দিন

author img

By

Published : Oct 2, 2020, 9:18 PM IST

gh
gh

দিওয়ালিতে মুক্তি পাবে না 'সূর্যবংশী'। সম্প্রতি একথা জানিয়েছেন রিলায়েন্স এন্টারটেমেন্ট গ্রুপের CEO শিবাশিস সরকার ।

মুম্বই : কথা ছিল দিওয়ালিতে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ছবি 'সূর্যবংশী'। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দিওয়ালিতে মুক্তি পাবে না এই ছবি । সম্প্রতি একথা জানিয়েছেন রিলায়েন্স এন্টারটেমেন্ট গ্রুপের CEO শিবাশিস সরকার ।

চলতি বছরের জুনে স্টুডিয়োর তরফে জানানো হয় যে, দিওয়ালিতে হলেই মুক্তি পাবে 'সূর্যবংশী'। আর ক্রিসমাসে মুক্তি পাবে রণবীর সিংয়ের '83'।

ইতিমধ্যেই সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, 15 অক্টোবর থেকে কনটেনমেন্ট জ়োনের বাইরে থাকা সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার খোলা যাবে । তবে আপাতত দর্শক আসন সংখ্যা 50 শতাংশ পূরণের অনুমতি দেওয়া হয়েছে । এছাড়া আর কয়েকদিনের মধ্যেই বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুবই খুশি শিবাশিস । তবে 15 অক্টোবর দেশের সব সিনেমা হল খুলবে কি না তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা । তাই এই অনিশ্চয়তার মধ্যে দিওয়ালির সময় ছবি রিলিজ় করতে চান না শিবাশিস ।

এ প্রসঙ্গে একটি সংবাদ সংস্থাকে শিবাশিস বলেন, "এটা নিশ্চিত যে আমরা কোনও ছবি দিওয়ালির সময় রিলিজ় করব না । কারণ ওই সময় ছবি রিলিজ় করা কোনওভাবেই সম্ভব নয় । সব সিনেমা হল 15 অক্টোবর থেকে খুলবে না । বেশ কিছু হল খুলবে 1 নভেম্বর । এবার 'সূর্যবংশী' ও '83' দুটি ছবি মুক্তির সময় বদলাতে হবে কি না তা নিয়ে কথা বার্তা চলছে । কারণ ডিসেম্বর থেকে মার্চই হল ছবি মুক্তির সঠিক সময় ।"

পরিস্থিতি ঠিক হলে 24 মার্চ মুক্তি পেত রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'। 10 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল কবির খান পরিচালিত '83'-র । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে দেওয়া হয় ছবি মুক্তির তারিখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.